Tecno Spark 20: ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ২০, দাম ১০ হাজারের আশপাশেই, কী কী ফিচার রয়েছে?
Tecno Smartphones: টেকনো স্পার্ক ২০ ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। অর্থাৎ এটিও একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন।
Tecno Spark 20: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) টেকনো স্পার্ক ২০ (Tecno Spark 20)। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে টেকনো স্পার্ক ২০ ফোনে। ফোনের রেয়ার এবং ফ্রন্ট, দুটো ক্যামেরা সেটআপেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।
টেকনো স্পার্ক ২০ ফোনের দাম এবং কোথা থেকে কেনা যাবে ও কী কী রঙে লঞ্চ হয়েছে
সাইবাইর হোয়াইট, গ্র্যাভিটি ব্ল্যাক, ম্যাজিক স্কিন ২.০ (ব্লু) এবং নিয়ন গোল্ড- এই চারটি রঙে টেকনো স্পার্ক ২০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। ২ ফেব্রুয়ারি থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে দুপুর ১২টা থেকে। টেকনো স্পার্ক ২০ ফোন কেনা যাবে এক্সক্লুসিভ ভাবে অ্যামাজন থেকে। টেকনো সংস্থা জানিয়েছে, এই ফোনে একটি ফ্রি অ্যানুয়াল ওটিটি প্লে সাবস্ক্রিপশন থাকবে যার মূল্য ৪৮৯৭ টাকা। এর মাধ্যমে ১৯টি ওটিটি প্ল্যাটফর্মের পরিষেবা পাবেন ইউজাররা। SonyLIV, Zee5, Lionsgate Play, and Fancode- সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাবে। টেকনো স্পার্ক ২০ ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। অর্থাৎ এটিও একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন।
টেকনো স্পার্ক ২০ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক
- এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। Android 13-based HiOS 13- এর সাপোর্টে পরিচালিত হবে ফোন। আর এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি থেকে বাড়িয়ে ১৬ জিবি করা সম্ভব, ভার্চুয়াল ভাবে, ফোনের ব্যাবহার না হওয়া স্টোরেজের সাহায্যে।
- টেকনো স্পার্ক ২০ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংসে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি সেকেন্ডারি সেনসর এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ ইউনিটও রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো টেকনোর এই ফোনে রয়েছে ডায়নামিক পোর্ট সফটওয়্যার ফিচার। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে টেকনো স্পার্ক ২০ ফোনে চার্জ দেওয়া সম্ভব। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে রয়েছে ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২ এবং আরও অনেক কিছু। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে মোটোরোলার ঝাঁ-চকচকে স্মার্টফোন, কোন মডেল কিনতে পারবেন?