Tecno Spark 8P: ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৮পি ফোন, দাম কত? দেখে নিন বিভিন্ন ফিচার
Tecno Smartphone: ভারতে টেকনো সংস্থা তাদের নতুন ফোন টেকনো স্পার্ক ৮পি লঞ্চ হয়েছে। দেখে নিন এই ফোনের দাম ও বিভিন্ন ফিচার।
কলকাতা: টেকনো স্পার্ক ৮পি (Tecno Spark 8P), এই নতুন ফোন লঞ্চ হল ভারতে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সমেত একটিই ভ্যারিয়েন্টে দেশে লঞ্চ হয়েছে এই ফোন। দাম ১০,৯৯৯ টাকা। টেকনো (Tecno) সংস্থা জানিয়েছে, ভারতে বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। Atlantic Blue, Iris Purple, Tahiti Gold, Turquoise Cyan- এই চারটি রঙে টেকনো স্পার্ক ৮পি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এর আগে টেকনো স্পার্ক ৮সি, স্পার্ক গো ২০২২ এবং স্পার্ক ৮ প্রো- এই তিনটি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এবার সেই তালিকাতেই যুক্ত হল টেকনো স্পার্ক ৮পি ফোনের নাম।
এবার দেখে নেওয়া যাক টেকনো স্পার্ক ৮পি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে ও প্রসেসর- টেকনো স্পার্ক ৮পি ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। ফোনের অব্যবহৃত ইন্টারনাল স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ এবং HiOS 7.6 সাপোর্ট রয়েছে।
ক্যামেরা- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে টেকনো স্পার্ক ৮পি ফোনের রেয়ার প্যানেল অর্থাৎ পিছনের অংশে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই সেনসরে যুক্ত রয়েছে Phase-Detection Autofocus (PDAF) ফিচার। তাছাড়াও রয়েছে ২কে টাইম ল্যাপস, স্লো মোশন এবং ভিডিয়ো বোকেহ ফিচার। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ।
ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন IPX2 রেটিং প্রাপ্ত Splash Resistant ডিভাইস। অর্থাৎ জলে এই ফোন ক্ষতিগ্রস্ত হবে না। DTS Surround Sound ফিচার সম্পন্ন স্পিকার রয়েছে টেকনো স্পার্ক ৮পি ফোনে।
আরও পড়ুন- লাভা ব্লেজ লঞ্চ হল ভারতে, দাম মাত্র ৮৬৯৯ টাকা, ফিচার জানলে চমকে যাবেন