(Source: ECI/ABP News/ABP Majha)
Pavel Durov: একশোর বেশি সন্তানের 'বাবা' ! সিনেমার 'ভিকি ডোনর'কে মনে করালেন টেলিগ্রাম CEO পাভেল দুরভ
Telegram CEO News: এ যেন বাস্তব জীবনের 'ভিকি ডোনর'। ২০১২ সালে মুক্তি পাওয়া ছকভাঙা ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতম। সেখানেও স্পার্ম ডোনর ছিলেন ভিকি।
নয়াদিল্লি: শিরোনামে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের (Telegram) সিইও ও কোফাউন্ডার পাভেল দুরভ (Pavel Durov)। তাঁর এক মন্তব্যে তোলপাড় বিশ্বজুড়ে। ব্যক্তিগত জীবন সম্পর্কে এমনই এক তথ্য দিয়েছেন উদ্যোগপতি। টেলিগ্রাম প্রতিষ্ঠাতা তাঁর কোটি কোটি অনুরাগীদের আজ জানিয়েছেন যে তিনি নাকি প্রায় শত সন্তানের 'বাবা'। অবশ্যই স্পার্ম ডোনেশনের (Sperm Donation) মাধ্যমে। এই ঘটনার সঙ্গে অনেকেই আয়ুষ্মান খুরানা অভিনীত 'ভিকি ডোনর' ছবির গল্পের মিল খুঁজে পেয়েছেন।
শত সন্তানের 'বাবা' টেলিগ্রাম কর্ণধার? যেন বাস্তব জীবনের ভিকি ডোনার
এ যেন বাস্তব জীবনের 'ভিকি ডোনর'। ২০১২ সালে মুক্তি পাওয়া ছকভাঙা ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতম। সেখানেও স্পার্ম ডোনর ছিলেন ভিকি। ছবির গল্প অনুযায়ী, তাঁর শুক্রাণু থেকে জন্ম নেওয়া সন্তানের সংখ্যা ছিল ৫৩। তবে সিনেমার গল্পকে পিছনে ফেললেন টেলিগ্রামের সিইও। ১২টি দেশজুড়ে স্পার্ম ডোনেশনের মাধ্যমে তিনি প্রায় ১০০-র বেশি সন্তানের 'বাবা'। পাভেলের নিজস্ব অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আজ এই বার্তা পাঠানো হয়। একাধিক প্রতিবেদন সূত্রে খবর, সেই মেসেজে তিনি অতীত জীবনে স্পার্ম ডোনেশনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান। পাভেলের দুরভের বিবৃতিতে বলা হয় যে স্পার্ম ডোনেশন যত প্রোগ্রাম হত, সেখানে তিনি খুবই সক্রিয়ভাবে অংশ নিতেন। তিনি বিয়ে করেননি, এবং একাকী জীবনযাপনই চেয়েছেন চিরকাল। টেলিগ্রামে তাঁর এই ঘোষণা ছড়িয়ে পড়ে বিদ্যুৎগতিতে। মুহূর্তে তা প্রায় ২ মিলিয়ন ভিউজ পায়। শুধু টেলিগ্রামেই সীমাবদ্ধ থাকেনি এই খবর, অবশ্যই এটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তোলে এই খবর, যা এলন মাস্কের প্ল্যাটফর্ম 'এক্স'-এও ভাইরাল হয়। সেখানে অবশ্য পাভেলের এই স্বীকারোক্তি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
পাভেল দুরভের 'স্পার্ম ডোনেশন' যাত্রা
সম্প্রতি টেলিগ্রামে নিজের বিপুল সংখ্যক ফলোয়ারের কাছে প্রায় ১৫ বছর আগের এক গল্প শোনান পাভেল। প্রায় ১৫ বছর আগে, খুব পরিচিত একজন তাঁর কাছে খুবই অপ্রচলিত অনুরোধ নিয়ে আসেন। তাঁর সেই বন্ধু দম্পতি ভুগছিলেন 'সন্তান সমস্যা'য়। অর্থাৎ তাঁদের কিছুতেই সন্তান ধারণ করতে পারছিলেন না। পাভেলকে তাঁরা অনুরোধ করেন এক ক্লিনিকে স্পার্ম দান করতে যাতে তাঁরা গর্ভধারণ করতে পারেন। প্রথমে মজাদার মনে হলেও, শীঘ্রই এই অনুরোধের ভার বুঝতে পারেন পাভেল। তাঁর অ্যাকাউন্টে করা পোস্ট অনুযায়ী, ক্লিনিকের পরিচালক তাঁকে উচ্চ মানের দাতা সামগ্রীর উল্লেখযোগ্য ঘাটতির কথা জানান। ওই চিকিৎসক তাঁকে ধারাবাহিকভাবে স্পার্ম ডোনেশনে উৎসাহিত করতে থাকেন, এবং তাঁকে বোঝান যে এটি 'সামাজিক দায়িত্ব' যার ফলে অজস্র সন্তানহীন দম্পতির কোলে আসবে নতুন প্রাণ। অবশ্যই কোনও ক্ষেত্রেই নাম প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: Microsoft Outage: ফের মাইক্রোসফ্ট বিভ্রাট, বন্ধ একাধিক পরিষেবা, ক্ষমা চাইল Tech Giant
তাঁর অতীতের এই সিদ্ধান্তগুলির কথা জানিয়ে পাভেল দুরভ এই প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলির কথাও স্বীকার করেছেন। কিন্তু নিজের এই অংশগ্রহণের জন্য তাঁর কোনও অনুশোচনা নেই, জানিয়েছেন সে কথাও। তিনি স্বাস্থ্যবান স্পার্ম দাতাদের অভাবের ওপর ক্রমবর্ধমান বিশ্বব্যাপী উদ্বেগ তুলে ধরেন, এই সমস্যাটি মোকাবিলায় একটি ইতিবাচক প্রচেষ্টা হিসাবে নিজের অবদানকে ব্যক্ত করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।