iPhone Price: ২ লাখ টাকা হয়ে যাবে আইফোনের দাম ? ট্রাম্পের কর আরোপে আরও দামি হতে পারে আইফোন
iPhone Price May Hike after Trump's Tariff: সমস্ত ধরনের চিনা পণ্যের রফতানির উপরে কর আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সমস্ত মার্কিন ব্যবসা চিন থেকে তাদের উৎপাদন ইউনিট সরিয়ে নেওয়ার জন্য চাপে রয়েছে।

iPhone Price Hike: একেবারে লেটেস্ট আইফোনে আপগ্রেড করার কথা ভাবছেন ? পরিকল্পনা পিছিয়ে দিতে হতে পারে বা বাতিলও করতে হতে পারে। আপনার পছন্দের আইফোনের মডেলের দাম এবার আকাশ ছুঁতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Trump's Tariff) কর আরোপের কারণে হু হু করে বেড়ে যেতে পারে আইফোনের দামও। রিপোর্ট দাবি করছে, অ্যাপল যদি এই কর বৃদ্ধির ফলে বর্ধিত খরচের দায়ভার গ্রাহকদের উপর (iPhone Price Hike) চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম এক ধাক্কায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
প্রাথমিকভাবে অ্যাপলের আইফোন তৈরি হয়ে থাকে চিনে। আর এই চিনের উপরেই বড় কর আরোপ করেছে আমেরিকা। আর এই কর আরোপের জেরে অ্যাপল সংস্থার উপরে চাপ বেড়েছে ব্যাপক হারে। হয় এই সংস্থা বাড়তি খরচের বোঝা নিজের উপর নেবে নয়ত এই খরচের বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে দেবে।
সবথেকে সাশ্রয়ী আইফোন ১৬-র মডেলের দাম এখন বাজারে ৬৮ হাজার টাকা যা দাম বেড়ে হতে পারে ৯৭ হাজার টাকা। করের বোঝার জন্য বাড়তি খরচের দায় যদি অ্যাপল গ্রাহকের উপরে চাপায় তাহলে এর দাম এভারে ৪৩ শতাংশ বাড়তে পারে। আর অন্যদিকে একটি প্রিমিয়াম মডেল আইফোন ১৬ প্রো ম্যাক্স যাতে ৬.৯ ইঞ্চির স্ক্রিন রয়েছে ১ টিবি স্টোরেজ রয়েছে, তার দাম বেড়ে হতে পারে ২ লক্ষ টাকার কাছাকাছি।
সমস্ত ধরনের চিনা পণ্যের রফতানির উপরে কর আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর ফলে সমস্ত মার্কিন ব্যবসা চিন থেকে তাদের উৎপাদন ইউনিট সরিয়ে নেওয়ার জন্য চাপে রয়েছে। এর আগে অ্যাপল যদিও বিশেষ ছাড়ের মাধ্যমে দাম বাড়াতে সক্ষম হয়েছিল আইফোনের, তবে এবার আর কোনও ছাড় দেওয়া হবে না। বড় বড় বাজারে এখন আইফোনের বিক্রি এমনিতেই পড়ে গিয়েছে অনেকাংশে। এবার আইফোনের দাম আরও বেড়ে গেলে আর্থিক সঙ্কট দেখা দেবে যা অ্যাপলের ব্যবসাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।
আইফোনের লেটেস্ট মডেল কেনার জন্য আর গ্রাহকরা সেভাবে ছুটে যাচ্ছেন না, ভিড় জমাচ্ছেন না স্টোরের বাইরে। কারণ অ্যাপলের নতুন আইফোনে দেওয়া এআই ফিচার্স সেভাবে আকৃষ্ট করছে না গ্রাহকদের। বিশেষজ্ঞদের মতে আইফোনের দাম আরও বেড়ে গেলে গ্রাহকরা এর বিকল্পের দিকেই বেশি মাত্রায় ঝুঁকে পড়বেন। ফলে আইফোনের থেকে স্যামসাংয়ের বিক্রি বেশি হতে পারে আগামী দিনে।






















