Jio Hotstar: জিও হটস্টারে বিনামূল্যে দেখতে পাবেন IPL ! এই রিচার্জ প্ল্যানে এবার আরও সুবিধে দিচ্ছে রিলায়েন্স জিও
Jio Hotstar Subscription: জিও গ্রাহকরা যারা ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করাবেন তাদের সিমে, তারাই সেই রিচার্জের সঙ্গে ৯০ দিনের বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যেতেন।

Reliance Jio Offer: রিলায়েন্স জিও এই আইপিএলের মরশুমে বড় অফার নিয়ে এল। এবার জিও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনে আইপিএল দেখার সুযোগ আরও বাড়ল। কোনও বাড়তি টাকা না দিয়েই এবার আরো বেশ কয়েকদিন বিনামূল্যেই দেখতে পাবেন জিও হটস্টারের কনটেন্ট। রিলায়েন্স জিওর পক্ষ থেকে জানানো হয়েছে এই জিও হটস্টারের সাবস্ক্রিপশনের (Jio Hotstar Subscription) বৈধতা বাড়ানো হয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এই অফার শেষ হওয়ার কথা ছিল বিগত ২২ মার্চ, কিন্তু অফারের বৈধতা আরও বাড়িয়েছে রিলায়েন্স জিও। কারা পাবেন এই সুবিধে ?
জিও গ্রাহকরা যারা ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করাবেন তাদের সিমে, তারাই সেই রিচার্জের সঙ্গে ৯০ দিনের বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যেতেন। স্মার্টফোন এবং স্মার্ট টিভির জন্য এই সাবস্ক্রিপশনে ফোর কে রেজোলিউশনে কনটেন্ট (Jio Hotstar Subscription) দেখার সুযোগ পেতেন গ্রাহকরা। এছাড়াও এই রিচার্জের সঙ্গে অতিরিক্ত হিসেবে গ্রাহকরা পেয়ে যেতেন ৫০ দিনের জন্য জিও ফাইবার কিংবা এয়ার ফাইবারের সুবিধেও। এটি ছিল কমপ্লিমেন্টারি বেনিফিট।
কীভাবে পাবেন জিও হটস্টারের এই বিনামূল্যের সাবস্ক্রিপশনের সুবিধে
জিও হটস্টারের বিনামূল্যের এই সাবস্ক্রিপশন পেতে হলে গ্রাহকদের তাদের জিও মোবাইল নম্বরে ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করাতে হবে। এই প্ল্যানের মধ্যে রয়েছে ২৮ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি করে ৪জি ডেটা এবং জিও হটস্টারের সাবস্ক্রিপশন। এর মাধ্যমে আপনি বিনামূল্যেই আইপিএল দেখতে পারবেন মোবাইল ফোনে। যাদের আগে থেকেই কোনও রিচার্জ প্ল্যান নেওয়া আছে তারা কেবলমাত্র ১০০ টাকা অতিরিক্ত দিয়েই এই সাবস্ক্রিপশনের সুবিধে নিতে পারবেন।
জিও সিনেমায় যেমন বিনামূল্যেই আইপিএল দেখার সুযোগ ছিল ২০২৪ সালে, তবে জিও হটস্টারে কনটেন্ট বিনামূল্যে দেখার সুবিধে দেয়নি রিলায়েন্স জিও। জিও হটস্টারের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তিন মাসের বৈধতা পেতে ১৪৯ টাকা খরচ করতে হবে আপনাকে। তাছাড়া রয়েছে ২৯৯ টাকার সুপার প্ল্যান এবং ৪৯৯ টাকার প্রিমিয়াম অ্যাড-ফ্রি প্ল্যানও।
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলও আইপিএলের মরশুমে বড় অফার দিচ্ছে। ২৫১ টাকার একটি বিশেষ ডেটা ভাউচার প্যাক নিয়ে এসেছে এই সংস্থা যেখানে ৬০ দিনের জন্য ২৫১ জিবি পর্যন্ত আনলিমিটেড ডেটার সুবিধে পাবেন গ্রাহকরা। অর্থাৎ মাত্র ১ টাকা দিয়েই পাওয়া যাবে ১ জিবি ডেটার সুবিধে। যদিও এটিতে থ্রি-জি ডেটা সংযোগ দেওয়া হবে গ্রাহকদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
