Vivo Smartphones: ভারতে কবে লঞ্চ হবে ভিভো টি৩ আলট্রা ফোন? কী কী ফিচার থাকতে চলেছে?
Vivo T3 Ultra: এবছর অগস্ট মাসে ভিভো ভি৪০ সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজের ফোনে থাকা ক্যামেরা ফিচারের মতোই ক্যামেরা সেনসর দেখা যাবে ভিভো টি৩ আলট্রা ফোনে।
Vivo Smartphones: ভিভো টি৩ আলট্রা ফোন (Vivo T3 Ultra) ভারতে লঞ্চ হবে সেকথা আগেই শোনা গিয়েছিল। সম্প্রতি ভিভো- র এই ফোন (Vivo Phones) লঞ্চের দিনক্ষণ প্রকাশিত হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ভিভো টি৩ আলট্রা ফোন লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন এবং বেশ কয়েকটি ফিচারও প্রকাশ্যে এসেছে। এর আগে ভিভো টি৩ সিরিজের বেশ কিছু ফোন ভারতে লঞ্চ হয়েছে। সেই তালিকায় রয়েছে ভিভো টি৩ প্রো, ভিভো টি৩ ৫জি, ভিভো টি৩ লাইট ৫জি এবং ভিভো টি৩এক্স ৫জি- এই মডেলগুলি। সেই তালিকাতেই যুক্ত হবে ভিভো টি৩ আলট্রা ফোন। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও পাওয়া যাবে ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে।
এবছর অগস্ট মাসে ভিভো ভি৪০ সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজের ফোনে থাকা ক্যামেরা ফিচারের মতোই ক্যামেরা সেনসর দেখা যাবে ভিভো টি৩ আলট্রা ফোনে। ভিভো- র আসন্ন ফোনের ব্যাক প্যানেলে ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে সামান্য উঁচু ক্যামেরা মডিউল থাকবে। এই ক্যামেরা মডিউলের মধ্যে দুটো গোলাকার অংশ থাকবে। উপরের গোলের মধ্যে দুটো ক্যামেরা সেনসর রয়েছে। নীচের উপবৃত্তাকার অংশে এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে।
ভিভো টি৩ আলট্রা ফোনে একটি থ্রিডি কার্ভড ডিসপ্লে দেখা যাবে। ফোনের ডিসপ্লের উপরের দিকে বর্ডার অংশে মাঝ-বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকতে চলেছে। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ডানদিকের অংশে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন থাকবে। সবুজ রঙে ভিভো টি৩ আলট্রা ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট। এছাড়াও দেখা যাবে ৬.৭৮ ইঞ্চির 1.5K AMOLED 3D কার্ভড ডিসপ্লে এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ভিভো টি৩ আলট্রা ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে। এই ফোন ৭.৫৮ মিলিমিটার পুরু হতে চলেছে। বলা হচ্ছে, এই ফোন স্লিমেস্ট কার্ভড ডিসপ্লে যুক্ত স্মার্টফোন হতে চলেছে ভিভো টি৩ আলট্রা ফোন। ভিভো- র এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন, কবে লঞ্চ? কেমন হবে ক্যামেরা ফিচার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।