Vivo Phones: ভারতে আসছে ভিভো টি৪ প্রো, কেমন দেখতে হবে এই ফোন, কী কী ফিচার থাকতে চলেছে?
Vivo T4 Pro: ভিভো টি৪ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে ইউজাররা পেতে পারেন 1.5K রেজোলিউশন।

Vivo Phones: ভিভো টি৪ প্রো ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও এই ফোন যে ভারতের বাজারে আসছে তা নিশ্চিত করেছে ভিভো কর্তৃপক্ষ। ভারতে লঞ্চের পর অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ইতিমধ্যেই এই ফোনের একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলের ডিজাইন দেখা গিয়েছে। ভিভো সংস্থাই এই টিজার প্রকাশ করেছে। ভিভো টি৩ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে আসছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন। গত বছর দেশে লঞ্চ হয়েছিল ভিভো টি৩ প্রো ফোন। এই মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে পারে। এছাড়াও ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে।
Get ready to experience the Turbo Pro with Pro clarity 🚀
— vivo India (@Vivo_India) August 14, 2025
Coming Soon!#vivoT4Pro #GetSetTurbo #TurboLife pic.twitter.com/YBE4sgAjrU
যে টিজার প্রকাশ্যে এসেছে ভিভো ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে, সেখানে দেখা গিয়েছে, ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে গোল্ডেন ফিনিশ অর্থাৎ সোনালি রঙের ছোঁয়া। এছাড়াও এই ফোনে 3x periscope zoom সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করেছে ভিভো সংস্থা। টিজারে দেখা গিয়েছে পিল-শেপের ক্যামেরা আইল্যান্ড থাকছে ফোনের রেয়ার প্যানেলে। এই সিরিজের বেশ কিছু মডেল যেমন - ভিভো টি৪ ৫জি, ভিভো টি৪ লাইট ৫জি, ভিভো টি৪আর ৫জি, ভিভো টি৪এক্স ৫জি- এই ফোনগুলি লঞ্চ হয়েছে। সেই তালিকাতেই নতুন যুক্ত হবে ভিভো টি৪ প্রো ৫জি মডেল। টেলি লেন্স থাকতে চলেছে নতুন ফোনে এবং থাকবে একগুচ্ছ AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার। ভিভো টি৪ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে ইউজাররা পেতে পারেন 1.5K রেজোলিউশন। ৫০ মেগাপিক্সেলের যে সেনসর ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে থাকতে চলেছে সেটি সোনি সংস্থার হবে।
সদ্য ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৬০ ফোন ৫জি ফোন
এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ভিভোর এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ভিভো ভি৫০ ফোনের সাকসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হয়েছে।























