Vivo Phones: ভিভোর নতুন ৫জি ফোন কেনা যাবে ১৫ হাজার টাকার মধ্যেই, থাকবে শক্তিশালী ব্যাটারি
Vivo T4x 5G: ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন।

Vivo Phones: ভিভো সংস্থার নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনুমান, এই ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। জানা গিয়েছে, ভিভো সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ৫জি ফোন ভিভো টি৪এক্স। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। শোনা যাচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোনে ৬৫০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি থাকতে চলেছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, ১৫ হাজার টাকার মধ্যেই দাম হবে ভিভোর এই ফোনে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও পাবেন ভিভো ইন্ডিয়ার ই-স্টোরে। অফলাইনেও দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। প্রন্টো পার্পল এবং মেরিন ব্লু- এই দুই রঙে ভিভো টি৪এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ডায়নামিক লাইট ফিচার থাকতে পারে এই ফোনে। বিভিন্ন নোটিফিকেশন আপনার ফোনে এলে জানান দেবে এই ডায়নামিক লাইট ফিচার। এছাড়াও শোনা গিয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে পারে। এটি ভিভো টি৩এক্স ৫জি ফোনের প্রসেসরের থেকে উন্নত প্রসেসর। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন।
ভারতে সম্প্রতি ভিভো সংস্থার আরেকটি ৫জি ফোন লঞ্চ হয়েছে, যেখানে রয়েছে একগুচ্ছ এআই ফিচার
ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার 'ভি' সিরিজের নতুন ৫জি ফোন ভিভো ভি৫০। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। দুটো ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। একাধিক এআই ফিচার রয়েছে ভিভো ভি৫০ ফোনে। তার মধ্যে সার্কেল টু সার্চ, ট্রান্সস্ক্রিপ্ট অ্যাসিস্ট, লাইভ কল ট্রান্সলেশন এবং আরও অনেক কিছু রয়েছে। ভিভো ভি৫০ ফোন বেশ স্লিক ডিজাইনের, মাত্র ৭.৩৯ মিলিমিটার পুরু। ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাপোর্টে পরিচালিত হবে এই ফোন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
