Vivo TWS Air: একবার চার্জ দিলে ইয়ারবাডস চলবে প্রায় ২৫ ঘণ্টা, ভারতে হাজির ভিভো ট্রু ওয়্যারলেস এয়ার, দাম কত?
Earbuds: ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া এই ইয়ারবাডসের দাম ৩৯৯৯ টাকা। তবে ভিভো ভি২৭ সিরিজের ফোন কিনলে তার সঙ্গে এই ইয়ারবাডস ১০০০ টাকা কমে কেনা যাবে।
Vivo Earbuds: কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) ফোন ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)। তার সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার নতুন ইয়ারবাডস। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (Vivo TWS Air Earbuds)। জানা গিয়েছে, ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও এয়ার ইয়ারবাডসে রয়েছে ১৪.২ মিলিমিটারের স্পিকার ড্রাইভার। এছাড়াও এটি একটি IP54 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসটয়ান্ট ডিভাইস। এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল মাইক কল নয়েজ ক্যানসেলেশন ফিচার এবং আরও অনেক কিছু। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি রয়েছে ভিভোর নতুন ইয়ারবাডসে। খুব সহজেই ফোনের সঙ্গে সংযুক্ত হয় অর্থাৎ রয়েছে ফাস্ট পেয়ারিং সাপোর্ট। চার্জিং কেস সমেত প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে ভিভোর নতুন ইয়ারবাডসে। এর পাশাপাশি একবার চার্জ দিলে এক একটি ইয়ারবাডসে ৪.৫ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যেতে পারে। ভিভোর নতুন ইয়ারবাডসের চার্জিং কেসে রয়েছে একটি ৪৩০ এমএএইচ ব্যাটারি।
ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও এয়ার ইয়ারবাডসের দাম
ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া এই ইয়ারবাডসের দাম ৩৯৯৯ টাকা। তবে ভিভো ভি২৭ সিরিজের ফোন কিনলে তার সঙ্গে এই ইয়ারবাডস ১০০০ টাকা কমে কেনা যাবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। Pebble Blue এবং Bubble White- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন ইয়ারবাডস।
Earbuds: ভারতে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস (Earbuds)। এই ইয়ারবাডসের দাম এক হাজার টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব কোম্পানি Ptron- এর নতুন ইয়ারবাডস Bassbuds Zen। এই ইয়ারবাডস একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ডিভাইস। জানা গিয়েছে, Ptron Bassbuds Zen- এর দাম ৯৯৯ টাকা। এই ইয়ারবাডসে মোট প্রায় ৫০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক ফিচার পাওয়া যাবে। নতুন Ptron Bassbuds Zen ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এছাড়াও Ptron Bassbuds Zen ইয়ারবাডসে রয়েছে লো ল্যাটেন্সি অডিও, টাচ কন্ট্রোল এবং প্যাসিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এই ইয়ারবাডসের বিশেষত্ব হল এখানে রয়েছে কোয়াড মাইক্রোফোন। সেখানে আবার রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট এবং ট্রু টক টেকনোলজি। ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানলেশন সম্ভব। ফলে স্পষ্ট ভাবে কথাবার্তা শোনা যাবে এই ইয়ারবাডসে।
আরও পড়ুন- অডিও ডিভাইসের পর ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বোটের স্মার্টওয়াচ, লঞ্চ হয়েছে নতুন মডেল