boAt Wave Flex: অডিও ডিভাইসের পর ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বোটের স্মার্টওয়াচ, লঞ্চ হয়েছে নতুন মডেল
boAt Smartwatch: ভারতে বোট কোম্পানির নতুন স্মার্টওয়াচ বোট ওয়েভ ফ্লেক্স লঞ্চ হয়েছে। দাম দেড় হাজার টাকারও কম।
Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে জনপ্রিয় বোটের নতুন স্মার্টওয়াচ (boAt Smartwatch)। এমনিতে বোটের অডিও ডিভাইস ভারতে বেশ জনপ্রিয়। ইদানীং জনপ্রিয় হয়েছে স্মার্টওয়াচও। বলা হচ্ছে, এবার যে স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে তা সংস্থার মোস্ট অ্যাফোর্ডেবল স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচার রয়েছে বোটের নতুন ওয়েভ ফ্লেক্স (boAt Wave Flex) স্মার্টওয়াচে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই স্মার্টওয়াচের বেশ বড় সাইজের ডিসপ্লে। এর ফলে ইউজারদের যেকোনও জিনিস স্মার্টওয়াচে দেখতে সুবিধা হবে।
বোট ওয়েভ ফ্লেক্স স্মার্টওয়াচের দাম
ভারতে বোট কোম্পানির নতুন স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, গাঢ় নীল- এই তিন রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং boAt-lifestyle.com ওয়েবসাইট থেকে।
বোট ওয়েভ ফ্লেক্স স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৮৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। সেখানে ভালভাবে নোটিফিকেশন দেখার সুযোগ পাবেন ইউজাররা।
- মেটালিক ডিজাইনে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এর সঙ্গে রয়েছে ত্বকের জন্য উপযুক্ত এমন উজ্জ্বল রঙের সিলকন স্ট্র্যাপ।
- ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও বোটের এই স্মার্টওয়াচে রয়েছে উন্নত মানের স্পিকার এবং মাইক্রোফোন।
- ১০টি পছন্দের ফোন নম্বর এই স্মার্টওয়াচে সেভ করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। BT Calling ফিচারের সাহায্যে ফোন করা যাবে।
- এছাড়াও রয়েছে একগুচ্ছ ফিটনেস ট্র্যাকার এবং হেলথ সেনসর। ইউজারের দেখভাল করার জন্যই যুক্ত হয়েছে এইসব ফিচার।
- ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে বোট ওয়েভ ফ্লেক্স স্মার্টওয়াচে। ইনস্ট্যান্ট ক্রিকেট স্কোর এবং আবহাওয়ার আপডেট দেখা যাবে।
- এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। ফাস্ট চার্জিং ফিচারের সাহায্যে ২ ঘণ্টায় এই স্মার্টওয়াচে ১০০ শতাংশ চার্জ হবে।
Itel Pad One: আইপ্যাড (iPad) কিনতে চান? কিন্তু দাম শুনে পিছিয়ে যাচ্ছেন। তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আইটেল সংস্থা অ্যাপেলের আইপ্যাডের মতো দেখতে একটি ট্যাব লঞ্চ করেছে। এই প্রথম ট্যাবলেট লঞ্চ করেছে আইটেল (Itel) সংস্থা। প্যাড ওয়ান মডেলের আগে অ্যাফোর্ডেবল রেঞ্জে ফিচার ফোনও লঞ্চ করেছিল। এছাড়াও লঞ্চ হয়েছে আইটেল সংস্থার স্মার্ট টিভি। এবার আইটেল সংস্থার ট্যাব লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, আইটেল সংস্থার এই ট্যাবের দাম ১২,৯৯৯ টাকা। ডিজাইনের দিক থেকে আইপ্যাডের সঙ্গে বেশ মিল রয়েছে আইটেল প্যাড ওয়ানের।