Vivo Phones: নতুন ৫জি ফোন দেশে লঞ্চ করল ভিভো, রয়েছে এআই ফটো এডিট ফিচার, শক্তিশালী ব্যাটারি
Vivo V50: ক্রেতারা এই ফোন কেনার সঙ্গে ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ৩ই- এই ইয়ারফোন পেয়ে যাবেন আসল দামের থেকে বেশ কিছুটা কমে। এই ইয়ারফোনের দাম ১৮৯৯ টাকা। তবে ভিভো ভি৫০ কিনলে পাবেন ১৪৯৯ টাকায়।

Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার 'ভি' সিরিজের নতুন ৫জি ফোন (Vivo V Series 5G Phone)। এবার দেশে লঞ্চ হয়েছে ভিভো ভি৫০ ৫জি ফোন (Vivo V50)। জানা গিয়েছে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। দুটো ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। একাধিক এআই ফিচার রয়েছে ভিভো ভি৫০ ফোনে। তার মধ্যে সার্কেল টু সার্চ, ট্রান্সস্ক্রিপ্ট অ্যাসিস্ট, লাইভ কল ট্রান্সলেশন এবং আরও অনেক কিছু রয়েছে। ভিভো ভি৫০ ফোন বেশ স্লিক ডিজাইনের, মাত্র ৭.৩৯ মিলিমিটার পুরু।
ভারতে ভিভো ভি৫০ ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৬,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৪০,৯৯৯ টাকা। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন, ভিভো ইন্ডিয়ার ই-স্টোর থেকে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিক্রি। আপাতত চলছে প্রি-বুকিং।
ক্রেতারা এই ফোন কেনার সঙ্গে ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ৩ই- এই ইয়ারফোন পেয়ে যাবেন আসল দামের থেকে বেশ কিছুটা কমে। এই ইয়ারফোনের দাম ১৮৯৯ টাকা। তবে ভিভো ভি৫০ কিনলে পাবেন ১৪৯৯ টাকায়। অর্থাৎ ৪০০ টাকা সাশ্রয় হবে। রোজ রেড, স্টারি ব্লু, টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে কেনা যাবে ভিভো- র ইয়ারফোন।
ভিভো ভি৫০ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাপোর্টে পরিচালিত হবে এই ফোন।
- ভিভো ভি৫০ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে।
- ভিভো ভি৫০ ফোনে একটা ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এআই যুক্ত একাধিক ফটো এডিটিং ফিচার রয়েছে এই ফোনে।
- ইন-ডিসপ্লে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ভিভো ভি৫০ ফোনে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
