Vivo Y16: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৬, এই ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে
Vivo Smartphone: ভিভো ওয়াই১৬ ফোনের ডিয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর।
Vivo Y16: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) নতুন ফোন ভিভো ওয়াই১৬ (Vivo Y16)। এই ফোনে রয়েছে ৪জি কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এই ফোনে একটি ৬.৫১ ইঞ্চির IPS LCD স্ক্রিন রয়েছে যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন, যেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। ভিভো ওয়াই১৬ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে।
ভারতে ভিভো ওয়াই১৬ ফোনের দাম এবং উপলব্ধতা
Drizzling Gold এবং Stellar Black- এই দুই রঙে পাওয়া যাবে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন। এই ফোন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে এই কনফিগারেশনের মডেলের দাম ভিভো সংস্থা ঘোষণা করেনি। যদিও এক টিপস্টারের দাবি এই ফোনের দাম ১২,৪৯৯৯ টাকা হতে পারে। এর থেকে অনুমান, ভিভোর এই ফোনের দাম ১৫ হাজারের কমেই হবে। তবে দাম অনুযায়ী অনেক আধুনিক ও উন্নত ফিচার রয়েছে এই ফোনে। Moto G52, Redmi Note 10S, Samsung Galaxy F22- এইসব ফোনের সঙ্গে দারুণ ভাবে প্রতিযোগিতায় নামবে ভিভো ওয়াই১৬ ফোন, তেমনটাই মত বিশেষজ্ঞদের।
ভিভো ওয়াই১৬ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে Android 12-based Funtouch OS 12- এর সাপোর্ট রয়েছে। এর সাহায্যেই পরিচালিত হবে ফোন।
- ভিভো ওয়াই১৬ ফোনের ডিয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ক্যামেরায় Panorama, Face Beauty, Live Photo, Time-Lapse এবং আরও অনেক আধুনিক ও উন্নত ফিচার রয়েছে।
- ভিভো ওয়াই সিরিজের এই ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফোনের ব্যাটারিতে পুরো চার্জ থাকলে ১৮ ঘণ্টা ভিডিও দেখা যাবে। 2.5D কার্ভড কর্নার রয়েছে এই ফোনে। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে scratch-resistant rear panel এবং সেখানে রয়েছে glass-like texture। এই ফোনের ওজন প্রায় ১৮৩ গ্রাম এবং ফোনটি প্রায় ৮.১৯ মিলিমিটার পুরু।
আরও পড়ুন- বিশেষ নীল রঙে ভারতে হাজির ওয়ানপ্লাস ১০আর ৫জি, নতুন ফোনের দাম কত?