Vivo Y18 And Vivo Y18e: ভারতে হাজির ভিভো ওয়াই১৮ এবং ওয়াই১৮ই, ৫জি ফোনের বাজারেও নজর কেড়ে নেবে এই দুই ৪জি ফোন
Vivo Smartphones: ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই- এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।
Vivo Y18 And Vivo Y18e: ভিভো সংস্থা ভারতে লঞ্চ করেছে দু'টি নতুন ৪জি ফোন (Vivo 4G Phone)। ভিভো ওয়াই সিরিজের দুটো মডেল (Vivo Y Series) সম্প্রতি লঞ্চ হয়েছে দেশে। ৫জি ফোনের (5G Phones in India) চাহিদা এখন ভারতের বাজারে তুঙ্গে। কম দামে একাধিক সংস্থা ৫জি মডেল ভারতে লঞ্চও করে ফেলেছে। কিন্তু তার মধ্যেই দুটো ৪জি ফোন লঞ্চ করেছে ভিভো এবং কর্তৃপক্ষ আশাবাদী যে তাদের এই দুই মডেল জনপ্রিয়তা পাবে। ভিভো ওয়াই১৮ (Vivo Y18) এবং ভিভো ওয়াই১৮ই (Vivo Y18e) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ভিভো ওয়াই১৭ সিরিজের সাকসেসর হিসেবে এই দুই মডেল লঞ্চ হয়েছে দেশে। ২০১৯ সালে ভিভো ওয়াই১৭ সিরিজ (Vivo Y17 Series) ভারতে লঞ্চ হয়েছিল। তার ৫ বছর পর ২০২৪ সাল অর্থাৎ চলতি বছর ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৮ সিরিজের (Vivo Y18 Series) দু'টি ফোন ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই।
ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই- এই দুই ৪জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন
- ভিভো ওয়াই১৮ সিরিজের এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন অনেকটা একই রকমের। এই দুই ফোনেই রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই- এই দুই ৪জি ফোনে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাহায্যে ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই- এই দুই ফোন পরিচালিত হবে।
- ভিভো ওয়াই১৮ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। অন্যদিকে ভিভো ওয়াই১৮ই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
- ভিভো ওয়াই১৮ ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে ভিভো ওয়াই১৮ই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের কানেক্টিভিটি সাপোর্ট।
- ভিভো ওয়াই১৮ ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকলেও ভিভো ওয়াই১৮ই ফোনে এই ফিচার নেই।
ভারতে ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই- এই দুই ৪জি ফোনের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে
ভিভো ওয়াই১৮ ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৮৯৯৯ টাকা/ আর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। অন্যদিকে ভিভো ওয়াই১৮ই ফোনে রয়েছে একটিই ভ্যারিয়েন্ট, ৪ জিবি র্যাম যুক্ত। ওই মডেলের দাম ৭৯৯৯ টাকা। ভিভোর অনলাইন স্টোরে এবং দেশের বিভিন্ন দোকান থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভাল রাখতে চান? চার্জ দেওয়ার সময় অতি অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।