Vivo Phones: ভিভোর নতুন বাজেট ফোন, দাম ৮ হাজারেরও কম, কী কী ফিচার পাবেন?
Vivo Y19e: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। ম্যাজেস্টিক গ্রিন এবং টাইটেনিয়াম সিলভার, এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৯ই ফোন।

Vivo Phones: ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার দেশে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৯ই ফোন। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন। দুটো রঙে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। একটি Unisoc T7225 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে ভিভো ওয়াই১৯ই ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে অর্যেছে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর যার সঙ্গে এআই ফিচার যুক্ত রয়েছে। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন ৫৫০০ এমএএইচ ব্যাটারি। ভিভো ওয়াই সিরিজের এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ ধুলো এবং জলে কিছুতেই নষ্ট হবে না।
ভিভো ওয়াই১৯ই ফোনের দাম ভারতে কত
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। ম্যাজেস্টিক গ্রিন এবং টাইটেনিয়াম সিলভার, এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৯ই ফোন। আপাতত কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ই-স্টোর ও বিভিন্ন রিটেল স্টোর থেকে।
২০ হাজার টাকার কমেই ভারতে আসছে ভিভোর নতুন ৫জি ফোন
ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে খুব বেশি দেরি নেই। ভিভো সংস্থা অবশ্য এই ফোন লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অনুমান, এবার লঞ্চ হবে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়াতে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। অনুমান করা হচ্ছে, ভারতে যে ফোন লঞ্চ হবে তার ফিচার, ডিজাইন অনেকটাই মালয়েশিয়ায় লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের মতো হবে। ভিভো ওয়াই৩৮ ৫জি ফোনের সাকসেসর মডেল হতে চলেছে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন।
এপ্রিলে আসছে ভিভোর আরও একটি নতুন ফোন
ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর একটি নতুন ফোন। এবার লঞ্চ হবে ভিভো ভি৫০ই মডেল। শোনা গিয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ভিভোর এই ফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ফোনের সম্ভাব্য ডিজাইন। এপ্রিল মাসে কবে ভিভোর এই ফোন লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে যেহেতু এই ফোনের নাম দেখা গিয়েছে, তার থেকে অনুমান, ভিভো ভি৫০ই ফোনের ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ডিজাইনের ক্ষেত্রে ভিভো এস২০ ফোনের সঙ্গে মিল থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনের। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এস২০ ফোন চিনে লঞ্চ হয়েছিল গত বছর নভেম্বর মাসে। এবছর ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৫০ ফোন। সেই দলেই নাম জুড়তে চলেছে ভিভো ভি৫০ই ফোনেরও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
