Vivo Smartphone: ভিভো 'ওয়াই' সিরিজের নতুন বাজেট ফোন আসছে ভারতে, কবে লঞ্চের সম্ভাবনা?
Vivo Y36 4G: ভারতে ভিভো ওয়াই সিরিজের আসন্ন ফোনের দাম ১৮ থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে চলেছে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।
Vivo Smartphone: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, এই ফোন একটি অ্যাফোর্ডেবল রেঞ্জের অর্থাৎ বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। এখনও পর্যন্ত ভিভোর নতুন ফোন সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, ভিভো ওয়াই৩৬ ৪জি (Vivo Y36 4G) ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে। গতবছর ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৩৫। অনুমান তারই সাকসেসর মডেল আসতে চলেছে এবার। সম্প্রতি ভারতে ভিভো সংস্থারই দু'টি ফোন লঞ্চ হয়েছে। ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- ভিভো এক্স৯০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়েছে।
ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনের সম্ভাব্য দাম
ভারতে ভিভো ওয়াই সিরিজের আসন্ন ফোনের দাম ১৮ থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে চলেছে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। এমনকি ভিভো ওয়াই৩৬ ৪জি ফোন ভারতে কবে নাগাদ লঞ্চ হবে সেই সম্পর্কেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। শোনা যাচ্ছে, মে মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে।
ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৮ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে।
- এই ফোনে ভার্চুয়াল র্যাম সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে উল্লিখিত ফোনে র্যামের পরিমাণ আরও (প্রায় ৮ জিবি) বাড়ানো সম্ভব।
- ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটার থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
Poco F5: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ (Poco F5) ফোন। শোনা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই ৯ মে এই ফোন দেশে লঞ্চ হবে। পোকো এফ৫ ফোনে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোন ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে পোকো এফ৫ ফোনে। সেই সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ টার্বো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চের দিনই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে পোকো এফ৫ ফোন। এর সঙ্গে লঞ্চ হবে পোকো এফ৫ প্রো মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, পোকো এফ৪ ফোন লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২২ সালে। তারই সাকসেসর হিসেবে পোকো এফ৫ ফোন লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন- লক করা যাচ্ছে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট চ্যাট, কিছু সংখ্যক ইউজার পাচ্ছেন এই সুবিধা