What is ChatGPT: গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি ! ChatGPT আগামীর ভবিষ্যৎ
ChatGPT Update: গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও টেক্কা দিতে পারে এই প্রযুক্তি। টেক বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে গুগলের থেকেও অনেক বেশি ভাল কাজ দেবে চ্যাটজিপিটি (ChatGPT)।
ChatGPT Update: গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও টেক্কা দিতে পারে এই প্রযুক্তি। টেক বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে গুগলের থেকেও অনেক বেশি ভাল কাজ দেবে চ্যাটজিপিটি (ChatGPT)। এখন থেকেই এই প্রযুক্তির গুণগান করছে টেক ব্লগাররা। জেনে নিন , কী এমন আছে এই নতুন প্রযুক্তিতে।
What is ChatGPT: এখনও এই প্রযুক্তির বিষয়ে জানেন না অনেকেই
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ক্রমশ উন্নত হচ্ছে। কাজের ধরনও পাল্টে যাচ্ছে আজকাল। আপনি যদি ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকেন বা প্রতিদিনের আপডেট চেক করেন, তাহলে আপনি নিশ্চয়ই সাম্প্রতিক অতীতে কোথাও চ্যাট জিপিটি শব্দটি শুনতে পা দেখতে পারেন। একজন সাধারণ মানুষের মতো আপনিও হয়তো এই শব্দটি পড়ার পর উপেক্ষা করেছেন। এটি সম্পর্কে খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারেননি। কারণ এটি এখন আমাদের ব্যবহারের কাজে লাগে না। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আপাতত চ্যাট জিপিটি-র গুরুত্ব না বুঝলেও আগামী সময়ে এটি ইন্টারনেটের জগতে একটি বড় গেম চেঞ্জার হয়ে উঠবে। এই চ্যাট জিপিটি গুগলের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে। যা প্রযুক্তির ক্ষেত্রে নতুন ট্রেন্ড সেট করছে। জেনে নিন, চ্যাট জিপিটি আসলে কী ও কীভাবে এটি কাজ করে।
ChatGPT Update: চ্যাট জিপিটি-র অর্থ কী ?
চ্যাট GPT হল (জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার) এর পূর্ণরূপ। এখানে জেনারেটিভ শব্দের অর্থ তৈরি করা, প্রি ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত ট্রান্সফর্মার। চ্যাট জিপিটিতে ট্রান্সফরমার এমন একটি মেশিন লার্নিং মডেল, যা কোনও কিছুর বিষয়ে সহজেই বুঝতে পারে। চ্যাট জিবিটি হল আসলে একটি চ্যাটবট যা OpenAI দিয়ে তৈরি করা হয়েছে। Open AI হল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি গবেষণা সংস্থা,যা ২০১৫ সালে এলন মাস্ক ও স্যাম অল্টম্যান শুরু করেছিলেন। চ্যাট জিপিটি-র চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা আপনার যেকোনও প্রশ্নের উত্তর গুগলের চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। টেক ব্লগাররা একে গুগলের চেয়ে ভালো প্রযুক্তি বলছে। কারণ আপনি যখন গুগলে সার্চ করেন, তখন এটি আপনাকে গুগলের মতো অনেকগুলি লিঙ্ক দেখায় না। তার পরিবর্তে সঙ্গে সঙ্গেই সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটি আপনার সামনে রেখে দেয়।
What is ChatGPT: উদাহরণ দিয়ে বুঝুন
আপনি যদি ওপেন এআই-এর এই চ্যাটবটকে আগামী ৭৪ বছরে প্রজাতন্ত্র দিবসের জন্য একটি নিবন্ধ লিখতে বলেন, তাহলে এটি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে হিন্দি বা ইংরেজিতে একটি দীর্ঘ ও বড় আর্টিকেল দিয়ে দেবে। আপনি যদি একই জিনিস গুগলে সার্চ করেন, তবে গুগল আপনাকে অনেকগুলি লিঙ্ক দিয়ে দেয় ও নিজেই আপনাকে অনুসন্ধান করতে বলে। যদিও চ্যাটজিপিটিতে এইসব করতে হবে না আপনাকে। চ্যাটবট আপনাকে সুনির্দিষ্ট ও সহজ শব্দে সরাসরি উত্তর দেয়।
ChatGPT কীভাবে কাজ করে ?
চ্যাট জিপিটি এমনভাবে ডেভেলপ করা হয়েছে, যাতে এখানে সব ডেটা সর্বজনীনভাবে পাওয়া যায়। এটি একটি মেশিন লার্নিং ভিত্তিক চ্যাটবট যা ইন্টারনেটে সব ডেটা ফিড,বই বা মানুষের লেখা। বর্তমানে, এতে ২০২১ সাল পর্যন্ত ডেটা ফিড দেওয়া রয়েছে। এর বাইরে এখনও এতে নতুন তথ্য় পাওয়া যাবে না, কারণ এটি নিয়ে কাজ চলছে।
Disclaimer: মনে রাখবেন, এই প্রতিবেদনগুলিতে প্রধানত ChatGPT (ওপেনএআই তৈরি ওয়ান্ডারবট) সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও প্রশ্নমালার প্রতিক্রিয়াগুলি আমরা তুলে ধরি। ABP Network Private Limited (ABP) এই ধরনের কোনও সংবাদের জন্য দায়বদ্ধ নয়৷পাঠকের উচিত ওপরের আর্টিকেলগুলি পড়ে নিজের বিচারবুদ্ধি দিয়ে বিষয়টি বিবেচনা করা।
আরও পড়ুন : Maruti Suzuki Recalls: মারুতির এই গাড়িগুলি চালালে মৃত্যুর মুখে পড়বেন ! আপনি কেনেননি তো ?