Call Before U Dig: খননকার্যে সুবিধার জন্য নতুন অ্যাপ, লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী
CBuD App: কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ এই মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চের উদ্যোগ নিয়েছিল।
CBuD App: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্প্রতি নতুন একটি অ্যাপ লঞ্চ করেছেন। নতুন এই অ্যাপের নাম 'Call Before u Dig' (CBuD)। মূলত খনন কার্যে সহায়তা করার জন্যই এই অ্যাপ লঞ্চ করা হয়েছে। খনন কার্যের (Digging) সময় যাতে কোনও ক্ষতি না হয় সেইজন্য যে এজেন্সি খনন কার্য চালাবে তাদের সঙ্গে মাটির তলায় নামানো জিনিসপত্রের যারা মালিক তাদের একটা কোঅর্ডিনেশন তৈরি করবে এই অ্যাপ। এর পাশাপাশি দিল্লিতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU)- এর এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টারের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী।
'Call Before u Dig' (CBuD) অ্যাপ আসলে কী
কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ এই মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চের উদ্যোগ নিয়েছিল। মূলত এই অ্যাপের মাধ্যমে খনন কার্য চালানো সংস্থাগুলির কাছে যোগাযোগের একটি নির্দিষ্ট মাধ্যম এবং স্থান থাকবে। খনন কার্য শুরু করার আগে এই জায়গায় যোগাযোগ করে নির্দিষ্ট সংস্থা মাটির তলায় (যে অংশে খনন হবে) থাকা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিদ্যমান বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারবেন। এই অ্যাপের মাধ্যমেই কোনও স্থানে আগামী দিনে কাজ হতে পারে সেই প্রসঙ্গেও জানতে পারবে ইউটিলিটি মালিকরা।
গতিশক্তি সঞ্চার পোর্টাল (GatiShakti Sanchar Portal)- এর মাধ্যমে জানা গিয়েছে এই CBuD মোবাইল অ্যাপের মাধ্যমে একটি খনন কার্য চালানো এজেন্সি খনন কার্যের জন্য প্রয়োজনীয় মাটির নীচে থাকা জিনিসপত্রের মালিকানা (ইউটিলিটি এজেন্সি) সম্পর্কে এবং তাদের বিভিন্ন জিনিসপত্রের ব্যাপারে একাধিক তথ্য জানতে পারবে। যে এলাকায় খনন কার্য সম্পন্ন হতে চলেছে তার সম্পর্কেও জানা যাবে তথ্য। এই সমস্ত অ্যাসেট বা বিষয়ের যিনি মালিক তাঁর ফোন নম্বর এবং ইমেল আইডিও জানা যাবে এবং তার মাধ্যমে ওই নির্দিষ্ট ব্যক্তিকে যোগাযোগ করাও সম্ভব হবে। খনন কার্য চলাকালীন যেসব যন্ত্রপাতি ব্যবহার হবে তার কোনও ক্ষতি যাতে না হয় সেই সম্পর্কে এইসব জিনিসের মালিককে অবগত করার জন্য তার মালিকের (এক্ষেত্রে যাকে যোগাযোগ করা সম্ভব) সঙ্গে যোগাযোগ করতেও পারবেন CBuD অ্যাপের ইউজাররা।
জানা গিয়েছে, খননকারী কোনও সংস্থা যখনই খননকার্য সম্পর্কে কোনও তথ্য জানতে চাইবেন তখনই CBuD মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাসেট ওনার অর্থাৎ যন্ত্রপাতির মালিকের কাছে এসএমএস, ইমেল বা ইন-অ্যাপ অ্যালার্টের মাধ্যমে নোটিফিকেশন পৌঁছে যাবে। খননকার্যের ক্ষেত্রে অ্যাসেট ওনারের নাম, ফোন নম্বর, ইমেল আইডি খননকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।
CBuD অ্যাপের প্রয়োজনীয়তা
কেন্দ্রীয় সরকারের মতে Call Before You Dig (CBuD) অ্যাপ এমন একটি টুল যা মাটির নীচে থাকা বিভিন্ন সম্পত্তি যেমন ফাইবার কেবলের ক্ষতি হওয়া থেকে রক্ষা করবে। মূলত কোনও কোঅর্ডিনেশন ছাড়া খননকার্য করা হলে এ জাতীয় ক্ষয়ক্ষতি হয়। দেশে এর ফলে প্রতি বছরে প্রায় তিন হাজার কোটি টাকা ক্ষতি হয়। তবে মোবাইল অ্যাপ CBuD খননকারীদের সঙ্গে অ্যাসেট ওনারদের যোগাযোগ স্থাপন করবে। ফলে যখন খনন কাজ করা হবে তখন মাটির তলায় থাকা জিনিসের সুরক্ষাও বজায় থাকবে।
আরও পড়ুন- আধার হারালেও অবহেলা করছেন ! প্রথমে কী করতে হবে জানেন