Whatsapp Features: হোয়াটসঅ্যাপের 'ডিসঅ্যাপিয়ারিং' মেসেজও সেভ করা যাবে! আসছে নতুন ফিচার
Whatsapp: এখনও এই নতুন ফিচারের রোল আউট হয়নি। বিটা টেস্টাররাও এই ফিচার এখনও ব্যবহারের সুযোগ পাননি। তাই এই ফিচার কবে লঞ্চ হবে তা স্পষ্ট নয়।
Whatsapp Feature: নতুন বছরে হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য অনেক ফিচার (Whatsapp Features) লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছিল। ইতিমধ্যেই একাধিক নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp Company) কর্তৃপক্ষ। আপাতত একটি এমন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে যার নাম 'Kept। এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও রেখে দেওয়া সম্ভব। এখনও এই নতুন ফিচারের রোল আউট হয়নি। বিটা টেস্টাররাও এই ফিচার এখনও ব্যবহারের সুযোগ পাননি। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারের সাহায্যে একজন ইউজার অন্য ইউজারকে মেসেজ পাঠালে তা ওই চ্যাটবক্সে নির্দিষ্ট সময় থাকার পর আপনা থেকে ডিলিট হয়ে যাবে। তবে এই kept মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও সেভ থাকবে। হোয়ায়টসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সবার প্রথমে এই ফিচার লক্ষ্য করেছে। যেহেতু এখনও বিটা টেস্টারদের জন্য এই হোয়াটসঅ্যাপ ফিচারের রোলআউট শুরু হয়নি, তাই অনুমান করা হচ্ছে এই ফিচার সর্বসাধারণের জন্য লঞ্চ হতে কিছুটা দেরি রয়েছে। Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন Kept মেসেজ ফিচারের সাহায্যে চ্যাটবক্সে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অটোম্যাটিক ভাবে ডিলিট হয়ে যাবে না। সাময়িক ভাবে সেভ থাকবে। যদি কোনও ইউজার এই ডিসঅ্যাপিইয়ারিং মেসেজ হোয়াটসঅ্যাপে সেভ করতে না চান তাহলে un-keep করার সুবিধাও থাকবে ইউজারদের জন্য। এই অপশন ক্লিক করলে হোয়াটসঅ্যাপে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না।
হোয়াটসঅ্যাপ প্রক্সি সার্ভার
ফের নতুন চমক দেখাল হোয়াটসঅ্যাপ। এবার থেকে প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ। শুধু মোবাইল ইন্টারনেট নয় আপনার এলাকায় ইন্টারনেট না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও সংস্থাগুলির প্রক্সি সার্ভার সেটআপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ, আপনি যখন প্রক্সি সার্ভারের সাথে যুক্ত হবেন, তখনই আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ স্টেটাস রিপোর্ট
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করার সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ যদি আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কেউ তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে কোনও আপত্তিকর বা অশালীন ছবি, ভিডিও বা অডিও শেয়ার করেন বা পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন। আপাতত হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে শোনা গিয়েছে। ইউজার কোনও হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করলে তা সরাসরি হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে। মেসেজের ক্ষেত্রেও যেভাবে রিপোর্ট করলে কাজ হয় এক্ষেত্রে তাই হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যাচাই করে দেখে নেবে যে ওই স্টেটাসে আপত্তিকর কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- ওপ্পো রেনো ৯ নয়, ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ১০ সিরিজ, কবে লঞ্চের সম্ভাবনা?