Whatsapp Edit Message: প্রতীক্ষার অবসান, অবশেষে হোয়াটসঅ্যাপে হাজির মেসেজ পাঠানোর পরেও এডিটের সুবিধা
New Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার জন্য নতুন একটি বাটন লঞ্চ করেছে সংস্থা। মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা।
Whatsapp Edit Message: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে হাজির নতুন ফিচার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অতুন এডিট বাটন ফিচার সকলের জন্য লঞ্চ করেছে। অর্থাৎ ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে তা এডিট করে ঠিক করার সুবিধা পাবেন ইউজাররা। সম্প্রতিই হোয়াটসঅ্যাপে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার লঞ্চ হয়েছে। সেই ফিচারের সাহায্যে নির্দিষ্ট একটি চ্যাটবক্স বা গ্রুপ চ্যাট লক করে রাখার সুবিধা পাবেন ইউজাররা।
হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট
হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার জন্য নতুন একটি বাটন লঞ্চ করেছে সংস্থা। মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা। অনেকসময়েই আমরা মেসেজ টাইপ করার সময় বানান ভুল করে থাকি। এছাড়াও অনেকক্ষেত্রেই যা লিখতে চাই হয়তো অটো কারেক্টের জন্য তা লেখা হয় না। এইসব ক্ষেত্রে পাঠানোর পরেও মেসেজ এডিট করার অপশন থাকলে খুবই উপকার হবে ইউজারদের। তবে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যেই যাবতীয় এডিট করে নিতে হবে। কারণ সময় পেরিয়ে গেলে আর সুবিধা পাবেন না।
হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করবে এই এডিট মেসেজ ফিচার
- স্টেপ ১- প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে যেকোনও চ্যাট খুলতে হবে।
- স্টেপ ২- এবার যে মেসেজটি আপনি এডিট করতে চাইছেন সেটার উপর বেশ কিছুক্ষণ ট্যাপ করে রাখতে হবে।
- স্টেপ ৩- এরপর আপনি একটি এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে ট্যাপ করলে লেখা পরিবর্তন করার সুযোগ পাবেন।
হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার
হোয়াটসঅ্যাপে (Whatsapp) এমন একটি ফিচার রয়েছে যেখানে পাসওয়ার্ডের সাহায্যে আপনি পুরো অ্যাপটাই লক করে রাখতে পারেন। কিন্তু ধরে নেওয়া যাক পুরো অ্যাপ নয়, আপনি একটি বা একাধিক নির্দিষ্ট চ্যাট লক করে রাখতে চাইছেন। সেক্ষেত্রে কী করবেন? সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের নিরাপত্তার জন্য একটি নতুন ফিচার চালু করেছে। এর সাহায্যে আপনি পছন্দমতো চ্যাট বেছে নিয়ে সেটি লক করে রাখতে পারবেন। অন্য কেউ আপনার এই চ্যাট আর দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপে যে এই চ্যাট লক ফিচার (Whatsapp Chat Lock Feature) চালু হতে চলেছে তা আগেই শোনা গিয়েছিল। এবার এই ফিচার চালু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ইউজারদের প্রাইভেসি আরও বেশি করে বজায় থাকবে। শুধু তাই নয় এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে যাবতীয় তথ্য।
আরও পড়ুন- কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?