WhatsApp Secret Code: হোয়াটসঅ্যাপের লকড চ্যাট হবে আরও সুরক্ষিত, চালু হতে চলেছে সিক্রেট কোড ফিচার
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo একটি রিপোর্টে জানিয়েছে, ইউজারের হোয়াটসঅ্যাপ চ্যাটের কনভারসেশন যাতে একদম গোপনে নিরাপদে থাকে তাই জন্যই এইসব আধুনিক ও উন্নত ফিচার চালু হচ্ছে।
WhatsApp Secret Code: হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে একটি নতুন ফিচার। শোনা যাচ্ছে, মেটা (Meta) অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) এই ফিচার নিয়ে কাজকর্মও শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ফিচার লঞ্চ হতে হয়তো আর বেশি দেরি নেই। হোয়াটসঅ্যাপ লকড চ্যাট (WhatsApp Locked Chat) ফিচার আগেই চালু হয়েছে। সেই ফিচারের সঙ্গেই এবার যুক্ত হতে চলেছে সিক্রেট কোড (Secret Code Feature) ফিচার। অনেকে হয়তো ভাবছেন ফোনে যেভাবে পাসওয়ার্ড দিয়ে আমরা ডিভাইস লক রাখি, এই ফিচারও সেইরকম। সেটা ঠিক নয়। দুই ফিচারের মধ্যে পার্থক্য রয়েছে। লকড চ্যাটের ক্ষেত্রে সিক্রেট কোড ফিচারের সাহায্যে ইউজারদের হাতে কনভারসেশন বা কথোপকথন আরও সুরক্ষিত রাখার নিয়ন্ত্রণ আসবে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo একটি রিপোর্টে জানিয়েছে, ইউজারের হোয়াটসঅ্যাপ চ্যাটের কনভারসেশন যাতে একদম গোপনে নিরাপদে থাকে তাই জন্যই এইসব আধুনিক ও উন্নত ফিচার চালু হচ্ছে। এর ফলে কেউ ইউজারের ফোনের অ্যাকসেস হাতিয়ে নিলেও লকড চ্যাট পর্যন্ত পৌঁছোতে পারবেন না। এমইতেও হোয়াটসঅ্যাপে লকড কনভারসেশন একটি আলাদা বিভাগের অন্তর্ভুক্ত থাকে। কেবলমাত্র ফোনের পিন বা বায়োমেট্রিক অথেনটিফিকেশনের সাহায্যে ওই লকড চ্যাটের অ্যাকসেস পাওয়া সম্ভব। WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২১.৮ আপডেট যা গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে, সেখানে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে। এর সাহায্যে লকড চ্যাট আরও সুরক্ষিত রাখার জন্য সিক্রেট কোড তৈরি করতে পারবেন ইউজাররা।
ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ সংস্থা। আর লকড চ্যাটের ক্ষেত্রে যে একটি কাস্টোম পাসওয়ার্ড ফিচার চালু হতে পারে সেই আভাস বেশ কয়েক মাস আগে একটি ব্লগ পোস্টে দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে সেই ফিচার নিয়েই কজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, নতুন ফিচার চালু হলে যখন হোয়াটসঅ্যাপে লকড চ্যাটের জন্য ইউজাররা একটি কাস্টোম পাসওয়ার্ড সেট করবেন তখন ওই কনভারসেশনের প্রাইভেসি এবং সিকিউরিটি ফিচার সমগ্র ফোনের সিকিউরিটি থেকে একদম আলাদা হয়ে যাবে। এর অর্থ হল কেউ আপনার ফোনের অ্যাকসেস পেলেও মানে ডিভাইসের পাসওয়ার্ড জানতে পারলেও সিক্রেট কোড দিয়ে সুরক্ষিত রাখা হোয়াটসঅ্যাপ চ্যাটের নাগাল পাবে না। আপাতত এই সিক্রেট কোড ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। অনুমান, অ্যাপের পরবর্তী আপডেটে এই ফিচার চালু হবে। তখন সমস্ত ইউজার এই ফিচারের সুবিধা পাবেন।