WhatsApp Update: নম্বর সেভ না করেই পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ, জেনে নিন উপায়
WhatsApp Update: মোবাইলে নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন বার্তা। অনেক সময় কনট্যাক্ট নম্বর সেভ না করেই অজানা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়। এইসব ক্ষেত্রে কাজে আসবে এই ট্রিকস।
WhatsApp Update: মোবাইলে নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে (WhatsApp)পাঠাতে পারবেন বার্তা। অনেক সময় কনট্যাক্ট নম্বর সেভ না করেই অজানা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়। এইসব ক্ষেত্রে কাজে আসবে এই ট্রিকস। জেনে নিন, কীভাবে করবেন এই সহজ কাজ।
WhatsApp Update: কোথায় সমস্যা ?
অপরিচিত ব্যক্তির নম্বর সেভ করার অর্থ হল সেই ব্যক্তিও আপনার স্ট্যাটাস(WhatsApp) ও প্রোফাইল ছবি দেখতে সক্ষম হবেন। সেই ক্ষেত্রে আপনার গোপনীয়তা বলে কিছু থাকবে না। এই ক্ষেত্রে সচেতন ব্যবহারকারী অপরিচিত ব্যক্তির নম্বর সেভ না করেই জরুরি কথা সারতে চান। সেই সময়ে এই ধরনের টোটকা জানতে হয় ব্যবহারকারীকে।
How to send messages on WhatsApp without saving phone number:
প্রক্রিয়াটি খুবই সহজ। এই ক্ষেত্রে নম্বর সেভ না করেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে চ্যাট শুরু করতে 1 মিনিটেরও কম সময় লাগে৷ এই বিষয়ে একটি অফিশিয়াল শর্টকাট লিঙ্ক ব্যবহারকারীদের দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ(WhatsApp)। যা অনেক ইউজারই জানেন না। প্রক্রিয়াটি জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১ প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে যেকোনও ব্রাউজার খুলে "https://wa.me/phonenumber" লিখতে হবে।
২ শুধু এই URL-এ ঠিকানা কপি-পেস্ট করবেন না। আপনাকে প্রথমে URL-এ “ফোন নম্বর”-এর জায়গায় আপনার মোবাইল নম্বর টাইপ করতে হবে।
৩ একবার আপনি আপনার নম্বর যোগ করলে URLটি দেখতে এইরকম হওয়া উচিত: “https://wa.me/99999999999”
৪ আপনি এখন একটি সবুজ বক্স দেখতে পাবেন। যেখানে আপনাকে "চ্যাটিং চালিয়ে যেতে বলা হবে।
৫ শুধু এখানে প্রেস করলেই আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে লিঙ্ক। এই সবের জন্য আপনার অনেক সময় লাগবে মনে হতে পারে্। জানলে অবাক হবেন , মাত্র ১ মিনিটের মধ্যেই হয়ে যাবে পুরো কাজ।
আরও পড়ুন : Samsung Galaxy A73 5G: মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ কিলার! স্যামসাঙের এই দুই ফোন এল ভারতে