Xiaomi Mi 11 Lite : দেশের সবথেকে স্লিম ফোন, Xiaomi Mi 11 Lite আসছে বাজারে
এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে সম্ভবত দেশের সবথেকে স্লিম ফোন Xiaomi Mi 11 Lite। আগামী ২২ জুন ভারতের মোবাইল মার্কেটে আসছে এই ফোন।

নয়া দিল্লি : বিশ্ব বাজারে আত্মপ্রকাশ ঘটেছে আগেই। এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে সম্ভবত দেশের সবথেকে স্লিম ফোন Xiaomi Mi 11 Lite। আগামী ২২ জুন ভারতের মোবাইল মার্কেটে আসছে এই ফোন। কোম্পানির তরফেই নতুন ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে।
বিভিন্ন টেক সাইটের গোপন তথ্য বলছে, নয়া মডেলে ৭৩২ জি-র কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে কোম্পানি। বাবলগাম ব্লু, পিচ পিঙ্ক, বোবা ব্ল্যাক রঙে আসতে চলেছে এই ফোন। ইতিমধ্যেই ফোনের বিষয়ে কোম্পানির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে মুখ খুলেছে শাওমি। সেখানে বলা হয়েছে, অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ২০২১ সালে দেশের স্লিমেস্ট, লাইটেস্ট ফোন নিয়ে আসছে শাওমি। আগামী ২২ জুন বেলা ১২টায় আত্মপ্রকাশ করবে এই ফোন।
Mi 11 Lite সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। যাতে ৪০২ পিক্সেল পার ইঞ্চি ঘনত্ব থাকায় আরও উজ্জ্বল হবে স্ক্রিন। ফোনে দেওয়া হয়েছে ৯০ হার্টসের রিফ্রেশ রেটের সঙ্গে ৮০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা। এছাড়াও ফোনের ডিসপ্লের সুরক্ষায় রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫-এর প্রোটেকশন।
মিডিয়াটেকের প্রসেসরের পরিবর্তে ফোনে দেওয়া হয়েছে ৭৩২ জি-র কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। ৮ ন্যানো মিটার ফ্যাবরিকেশনে তৈরি হয়েছে এই ফোন। একই টেকনোলজিতে তৈরি হয়েছে Redmi Note 10 Pro ছাড়াও POCO X3। ৮জিবি ১২৮ জিবির ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১১ বেসে মি ইউজার ইন্টারফেস ১২-এ চলবে এই ফোন।
কেমন হবে ফোনের ক্যামেরা ?
ফোনে ৩টি রেয়ার ক্যামেরা দিয়েছে চিনা কোম্পানি। যার মধ্যে প্রাইমারি সেন্সর হিসাবে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। বাকি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার দিয়েছে শাওমি। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর। তবে ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া থাকবে কি না তা এখনও জানা যায়নি। সম্প্রতি প্রায় সব বড় কোম্পানি মিড রেঞ্জের ফোনে OIS দিচ্ছে।





















