Year Ender 2022: ভারতে ৫জি'র আগমন, বিশ্বজুড়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাই, বছরভর ঘটনার ঘনঘটা টেক-দুনিয়ায়
Tech Industry: বছর শেষে একনজরে দেখে নেওয়া যাক ২০২২ সালে প্রযুক্তির জগতে গুরুত্বপূর্ণ কী কী ঘটনা ঘটেছে।
Year Ender 2022: ২০২২ সালে প্রযুক্তির (Tech Industry) দুনিয়া যথেষ্টই ঘটনাবহুল। লঞ্চ হয়েছে অনেক নতুন ফোন, গ্যাজেট। শুধু তাই নয়, বেশ কিছু টেক জায়ান্ট গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তাই বছর শেষে একনজরে দেখে নেওয়া যাক ২০২২ সালে প্রযুক্তির জগতে (Year Ender 2022) গুরুত্বপূর্ণ কী কী ঘটনা ঘটেছে।
ভারতে ৫জি আগমন- ২০২২ সাল অর্থাৎ এবছর ভারতে চালু হয়েছে ৫জি। এখনও সারা দেশে পরিষেবা চালু হয়নি। তবে দ্রুত গতির সগে কাজ চলছে। অনুমান, আগামী বছরের মধ্যে বেশিরভাগ কাজ সম্পন্ন হবে। অক্টোবর মাসের শুরুতেই ভারতে ৫জি (5G) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নির্দিষ্ট কয়েকটি শহরে আপাতত চালু হয়েছে ৫জি সার্ভিস (5G in India)। আগামী কয়েক মাসের মধ্যে আরও কিছু শহরে ৫জি পরিষেবা (5G Service)চালু হবে বলে মনে করা হচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চের মাসের মধ্যে ভারতে ২০০-র বেশি শহরে ৫জি পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পরের পর্যায়ে আরও অনেক ছোট শহর এবং গ্রামীণ এলাকাতেও ৫জি সার্ভিস চালু করা হবে। অর্থাৎ ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটবে ভারতজুড়ে। ইতিমধ্যেই বিভিন্ন টেলিকম সংস্থা যেমন- ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও--- ভারতে ৫জি পরিষেবা চালু করেছে।
কর্মী ছাঁটাই- চলতি বছরে, বলা ভাল ২০২২ সালের শেষভাগে এসে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে বিভিন্ন তাবড় টেক জায়ান্টে। এই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল ট্যুইটারের হাত ধরে। অক্টোবর মাসের শেষভাগে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। তারপর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে ট্যুইটারে। একাধিক বিভাগ থেকে ছাঁটাই করা হয়েছে কর্মী। এমনকি এখনও ক্রিসমাসের আগে উৎসবের মরসুমেও ট্যুইটার থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এই কর্মী ছাঁটাইয়ের দলে নাম লিখিয়েছে মেটা, অ্যামাজন এবং আরও অনেক নামিদামি সংস্থা।
ট্যুইটারের নতুন মালিক- জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যম ট্যুইটারের নতুন মালিক হয়েছেন ইলন মাস্ক। আর তারপর থেকেই সংবাদ শিরোনামে রয়েছেন তিনি। প্রায় প্রতিদিন এমন কাজকর্ম করছেন যে, নেটিজেনদের রোষের মুখে পড়ছেন তিনি। মালিকানা নেওয়ার পর প্রাথমিক ধাপেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন তিনি। এমনকি বাদ যাননি ট্যুইটারের উচ্চপদস্থ কর্তারাও। এর পাশাপাশি ট্যুইটারের নিয়ম কানুনেও এসেছে পরিবর্তন। একাধিক নতুন ফিচারও চালু হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে।
আরও পড়ুন- আইফোন থেকে গুগল পিক্সেল,চলতি বছরে লঞ্চ হয়েছে এই সেরা ফোনগুলি