Year Ender 2022: বন্ধ হল আইপড, অবসর মাইক্রোসফট এক্সপ্লোরারের- টেকদুনিয়ায় বন্ধ হল কী কী?
Discontinued Tech Gadgets: চেনা ফোন থেকে পরিচিত অ্যাপ-- এই বছর বিদায় জানাতে হয়েছে বেশ কিছু জিনিসকে।
কলকাতা: নতুন বছর প্রায় দোরগোড়ায়। আমরা পিছনে রেখে যাচ্ছি ২০২২-কে। এই বছরটা টেকদুনিয়ায় নানা ঘটনায় সাক্ষী। অনেক নতুন টেক-গ্যাজেট, নতুন অ্যাপ যেমন আমরা পেয়েছি বা পেতে চলেছি। তেমনই--চেনা ফোন থেকে পরিচিত অ্যাপ-- বিদায় জানাতে চলেছি বেশ কিছু জিনিসকে। সেগুলো কী কী? আসুন চট করে একবার সেগুলিই দেখে নিই।
ইউটিউব গো অ্যাপ: ২০১৬ সালে এই অ্যাপ আনা হয়েছিল। ইউটিউব অ্যাপের লাইটওয়েট ভার্সন এটি। কিছু অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়ারের উপযোগী করতে তুলতেই এটা লঞ্চ হয়েছিল। এবার তা তুলে নেওয়া হচ্ছে।
গুগল স্ট্রিট ভিউ: রাস্তা চেনা এবং সেই এলাকায় ৩৬০ ডিগ্রি ভিউ চেনার জন্য এই অ্যাপ ব্যবহার করা হতো। এই অ্যাপই বন্ধ করে দেওয়া হচ্ছে। সরিয়ে দেওয়া হবে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকেও।
ইনস্টাগ্রাম আইজি টিভি অ্যাপ: এই বছরের মার্চেই ইন্সটাগ্রাম জানিয়েছিল যে তারা তাদের IGTV অ্যাপ বন্ধ করতে চলেছে। শর্ট ভিডিও ফরম্যাটে নজর দেওয়ার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছিল সংস্থা। সেই কারণেই সংস্থার মূল নজর রয়েছে ইন্সটাগ্রাম অ্যাপে।
গুগল হ্যাংআউট: জিমেল বা গুগল প্লাস ব্যবহার করার সময়েই এটা আমাদের নজরে পড়ত। মূলত চ্যাট করার জন্যই এসেছিল এই পরিষেবা। এখন রয়েছে গুগল চ্যাট। তাই সংস্থা ২০২২ -এর নভেম্বরে চিরতরে বন্ধ করে দিয়েছে হ্যাংআউট।
গুগল স্টেডিয়া: এটা গুগলের একটি ক্লাউড-বেসড গেম-স্ট্রিমিং পরিষেবা। কিন্তু এই ব্যবসা তেমন জমাতে পারেনি গুগল। সংস্থার তরফে জানানো হয়েছে এই পরিষেবা নতুন বছরের জানুয়ারিতেই বন্ধ করে দেওয়া হবে।
ব্ল্যাকবেরি: ফিচার মোবাইল ফোনের জমানায় এই ফোন যেন ছিল দূরের কোনও গ্রহের জিনিস। সাধারণ মধ্যবিত্তের হাতের বাইরে ছিল এর দাম। কথা হচ্ছে ব্ল্যাকবেরি মোবাইল ডিভাইস নিয়ে। ২০২২ থেকেই বন্ধ হয়ে গিয়েছে ব্ল্যাকবেরি। কয়েক বছর আগে থেকেই ধাপে ধাপে ব্যবসা ছোট করছিল সংস্থাটি।
গানের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল অ্যাপল। গান শোনাও যে ফ্যাশন স্টেটমেন্ট হতে পারে তা হয়তো শিখিয়েছিল আই পড। ২০২২-এ কার্যত শেষ হয়েছে সেই যুগ। আর বানানো হবে না আই পড, জানিয়েছে অ্য়াপল।
Microsoft Internet Explorer (IE): প্রায় আড়াই দশক কাজ করার পরে এই বছরেই জুনে অবসর নিয়েছে এই সার্চ ইঞ্জিন। সময়ের সঙ্গে তাল মেলাতেই সংস্থা এনেছে নতুন সম্ভার--মাইক্রোসফট এজ।
প্রতিদিনই বাজারে আসছে নিত্যনতুন নানা সম্ভার। প্রতিযোগিতার দৌড়ে কিছু জিনিস হারিয়ে যায়। কিছু আবার হয়ে পড়ে নিত্যদিনের সঙ্গী।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৫০, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে