Poco C50: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৫০, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে
Poco Smartphone: বিভিন্ন সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই ৩ জানুয়ারি পোকো সি৫০ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
Poco C50: পোকো সি৫০ (Poco C50) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। খুব তাড়াতাড়ি এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে এই ফোন কবে ভারতের বাজারে আসছে তার নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। অর্থাৎ পোকো (Poco Mobiles) সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু বিভিন্ন সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই ৩ জানুয়ারি পোকো সি৫০ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আবার এই ফোন দেখা গিয়েছে Google Play Console ওয়েবসাইটেও। সেখানে এই ফোনের মডেল নম্বর 220733SPI বলা হয়েছে। এছাড়াও এই ফোনের কোডনাম 'snow'। রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো সি৫০ লঞ্চ হতে পারে এবং পোকো 'সি' সিরিজের নতুন ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি এ১+ ফোন। এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৯৯৯ টাকা। বলা হচ্ছে, যদি রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সানই পোকো সি৫০ ফোন হয়, তাহলে দুই ফোনের ফিচার ও স্পেসিফিকেশনে মিল থাকবে।
রেডমি এ১+ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রেডমি এ১+ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছিল। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৬.৫২ ইঞ্চির HD+ ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে AI ভিত্তিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
Realme 10: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে রিয়েলমি ১০ (Realme 10)। ট্যুইটারে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে চিনের সংস্থা। রিয়েলমি (Realme India) সংস্থার ভারতীয় ওয়েবসাইটেও এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই রিয়েলমি ১০ ফোন লঞ্চ হয়েছে। সেখানে ছিল মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত ছিল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ছিল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি। তবে রিয়েলমি ১০ ফোন কবে লঞ্চ হবে তার নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি। মাঝামাঝি রেঞ্জে এই ফোন লঞ্চ হবে ভারতে, এমনটাও শোনা গিয়েছে। রিয়েলমি ১০ ৪জি ফোন তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১০ ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে।
আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো প্যাড ২, ওয়াচ ৩- কবে লঞ্চ হতে পারে এই দুই ডিভাইস?