(Source: ECI/ABP News/ABP Majha)
Tripura News: মন্ত্রীর সামনেই হামলার অভিযোগ, আগরতলায় আহত কংগ্রেস প্রার্থী, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে
Tripura Bypolls 2022: রবিবার নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ঝামেলা বাধে আগরতলা প্রচার বিধানসভা কেন্দ্রে। সংঘর্ষে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি কর্মীরা।
প্রসেনজিৎ সাহা, আগরতলা: তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে লাগাতার অভিযোগ উঠে আসছে। তার মধ্যেই ত্রিপুরায় (Tripura News) বিধানসভা উপ নির্বাচনের (Tripura Bypolls 2022) আগে আক্রান্ত কংগ্রেস প্রার্থী (Congress)। তাঁর গাড়িতে ভাঙচুরও চালানো হয়। মাথায় চোট পেয়েছেন ওই কংগ্রেস প্রার্থী। হাসপাতালে ভর্তি তিনি।
আক্রান্ত কংগ্রেস প্রার্থী হাসপাতালে ভর্তি
রবিবার নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ঝামেলা বাধে আগরতলা প্রচার বিধানসভা কেন্দ্রে। সংঘর্ষে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি কর্মীরা। বিষয়টি জানতে পেরে প্রায় সঙ্গে সঙ্গে, রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে যান আগরতলা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মন।
সেই সময়, ত্রিপুরার তথ্য সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিজেপি প্রার্থী অশোক সিন্হার সামনেই তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মাথায় চোট পান সুদীপ। একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। এই মুহূর্তে সেখােনই ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের আইএএলএস বিভাগে ভর্তি রয়েছেন তিনি।
সোমবার সকালে ওই হাসপাতালে সুদীপকে দেখতে যান আগরতলা কেন্দ্রের বামপ্রার্থী কৃষ্ণা মজুমদার। হাসপাতালে যান বিরোধী দলনেতা মানিক সরকারও। এ নিয়ে নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। কংগ্রেস প্রার্থীর উপর যে বা যাঁরা হামলা চালিয়েছে, পদ না দেখে সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে নির্বাচন আধিকারিকের কাছে। সাংবাদিক বৈঠক করে এ দিন ঘটনার নিন্দা করে বিজেপি-ও।
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, উপ নির্বাচনের আগে, সোমবার আগরতলায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যে বিজেপি ত্রাসের আবহ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ত্রিপুরাবাসীকে তৃণমূলেক বেছে নেওয়ার জন্য আবেদন জানান তিনি।