7 Tay Bangla: শিবপুরে ব্যবসায়ীর গাড়ি-ফ্ল্যাটে টাকার পাহাড়, পুলিশ আসার খবর পেয়েই চম্পট। Bangla News
শিবপুরে ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের গাড়ি-ফ্ল্যাটে টাকার পাহাড়। পুলিশ আসার খবর পেয়েই চম্পট দেয় অরবিন্দ পাণ্ডে ও তাঁর মা। পরে পুলিশ আসার খবর পেয়েই পালিয়ে যায় শৈলেশ পাণ্ডে। গাড়িতে করে প্রচুর টাকা নিয়ে চম্পট দেয় পান্ডে ব্রাদার্স। পুলিশের হাতে এল শিবপুরের আবাসনের সিসিটিভি ফুটেজ। অনলাইনে চিটফান্ড চালানোর অভিযোগ। সেপ্টেম্বর মাসে ৫টি অ্যাকাউন্টের মধ্যে অস্বাভাবিক লেনদেন নজরে আসে ব্যাঙ্কের। ‘১ মাসের মধ্যে ৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে’, ‘৫টি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা’, অ্যান্টি ব্যাঙ্ক ফ্রডের নজরে আসে বিষয়টি। আরবিআই তালিকায় কালো তালিকাভুক্ত ওয়েবসাইটের সঙ্গে লেনদেন।বিদেশি মুদ্রা কীভাবে কেনাবেচা করে লাভবান হবেন ? ট্রেনিং ও আয়ের সুযোগের প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ। ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসত টাকা’, পুলিশ সূত্রে খবর।