TMC News : বহরমপুরে সমবায় ভোট ঘিরে উত্তেজনা, বাম-কংগ্রেসকর্মীদের মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে
ABP Ananda LIVE : বহরমপুরে সমবায় ভোট ঘিরে উত্তেজনা। বচসা থেকে ভোটারকে ভয় দেখানো। বাম-কংগ্রেসকর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বহরমপুরের হিকমপুরে উত্তেজনা।
ABP Ananda Live: 'খুব অন্যায় হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার এই বিষয় নিয়ে কিছু করছে বলে মনে হচ্ছে না। এই ইউনূস একটা নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন। এই ইউনূস বাংলাদেশকে যেভাবে গত ৯০ দিন ধরে চালাচ্ছেন একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও। যেভাবে হিন্দু ধর্মের ওপর আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটি এই মুহূর্তে ওঁর নোবেল পুরষ্কার ফিরিয়ে নেওয়া উচিত। আমি দাবি করছি, নোবেল কমিটির এই মুহূর্তে ইউনূসের নোবেল পুরষ্কার ফেরত নিয়ে নিক', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
সারা বিশ্বে সমালোচনা যতই জোরদার হচ্ছে, ততই বাংলাদেশ যাচ্ছে ইসকনের বিরুদ্ধে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলবন্দি করার কড়া সমালোচনা করেছে ভারত থেকে ব্রিটেন। সর্বত্রই ইউনূস সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করা হচ্ছে । এরই মধ্যে আরও এক ধাপ এগিয়ে আরও কড়া পদক্ষেপ নিল বাংলাদেশ। ইসকনের সঙ্গে যুক্ত বহু হিন্দুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দেশে । আগামী ১ মাসের জন্য ফ্রিজ করা হল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই সময়ে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সম্পর্কিত ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না।