৭টায় বাংলা (Seg 1): বইমেলায় পকেটমারির অভিযোগে ধৃত অভিনেত্রী, ১৭ মার্চ অবধি জেল হেফাজত | Bangla News
কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) পকেটমারির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের। ‘পকেটমারি নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল। সেই পকেটমারির সঙ্গে অভিনেত্রী যুক্ত কিনা খতিয়ে দেখতে হবে’, বিধাননগর মহকুমা আদালতে জানাল পুলিশ।
পানিহাটিতে (Panihati) প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তৃণমূল কাউন্সিলর খুন। স্থানীয় পুলিশ নয়, সিবিআই কিংবা সিআইডি তদন্ত চান স্ত্রী। সুপারি কিলার গ্রেফতার, মূল চক্রীকে গ্রেফতারের দাবি পরিবারের। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরকে খুনের পর প্রায় ২০০ মিটার দূরে আগরপাড়ায় একটি ঝোপের মধ্যে জামা পাল্টে লুকিয়ে ছিল ওই দুষ্কৃতী। স্থানীয়রা টের পেয়ে ঝোপে আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে আসার পর দুষ্কৃতীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে খড়দা থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।
মোটর বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইটাহারের মারনাই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক ব্যাক্তির।
এদিকে, ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। রানওয়ের কাজের জন্য ১৪দিন বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। ২৬ এপ্রিল থেকে সকাল ৮-বিকেল ৫টা পর্যন্ত বিমান পরিষেবা। কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮-বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা।