Firhad Hakim: 'দলের অন্দরের কথা বাইরে বলা উচিত নয়',কোন প্রসঙ্গে বললেন ফিরহাদ ?
ABP Ananda Live: 'দলের অন্দরের কথা দলের মধ্যে থাকায় শ্রেয়। এগুল বাইরে বলা উচিত নয়', মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে বললেন ফিরহাদ।
গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্যের
গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে সতর্ক রাজ্য সরকার। সমস্ত হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, গতকাল দু’ দফায় ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে জানতে চাওয়া হয়, গিয়ান ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা কত, রোগীদের শারীরিক অবস্থা কেমন। হাসপাতালে নিউরোলজি বিভাগে অন্তত ২টি CCU বেড, শিশুদের জন্য পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ২টি বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে।
করিমপুরে গাছে ধাক্কা মেরে মৃত্যু হল বাইক আরোহী চার বন্ধুর
নদিয়ার করিমপুরে গাছে ধাক্কা মেরে মৃত্যু হল বাইক আরোহী চার বন্ধুর। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ করিমপুর-কৃষ্ণনগর। রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। সরস্বতী পুজোর দিন একটি বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন চার বন্ধু।




















