7 Tay Bangla (Seg 1): রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১০ হাজার ৯৫৯জন, মৃত ৩৭ । Bangla News
রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে ১০ হাজার ৯৫৯জন করোনা আক্রান্ত। রাজ্যে টানা ৬দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩৭জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় রেকর্ড ১৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৭৪৭জন আক্রান্ত। কলকাতায় একদিনে ১ হাজার ৭৫৯জন সংক্রমিত, ৯জনের মৃত্যু।
এখন থেকে সিসি না থাকলেও সেল্ফ ডিক্লারেশনের মাধ্যমে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের পরে করা যাবে বাড়ি-ফ্ল্যাটের মিউটেশন। বাড়ি, ফ্ল্যাটের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কলকাতা পুরসভার। জমির মালিককে না পাওয়া গেলে নিজের সম্পত্তি বলে দাবি করবে পুরসভা। পুরসভার সম্পত্তি বলে বোর্ড টাঙিয়ে দেওয়া হবে। পরে তথ্য প্রমাণ দিয়ে অ্যাসেসমেন্ট করিয়ে নিতে হবে জমির মালিককে। সম্পত্তি কর নিয়ে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে পুরসভা। কয়েকশো কোটি টাকার সম্পত্তি কর আদায়ে কড়া হচ্ছে পুরসভা। কর বকেয়া থাকলে বড় বড় সংস্থার নোটিস দেবে পুরসভা। পুরসভার কর ও মূল্যায়ণ বিভাগের বৈঠকে সিদ্ধান্ত: মেয়র।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)