7 Tay Bangla (Seg 2): কংগ্রেস না চাইলে কীভাবে জোটের কথা এগোবে? ফের কংগ্রেসকে আক্রমণে অভিষেক । Bangla News
কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির পক্ষে ভোট দেওয়া। গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণে অভিষেক। বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে হারাতে সবাইকে আহ্বান জানিয়েছিলেন মমতা। চিদম্বরমকে সম্মান করি, কিন্তু তিনিও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কংগ্রেসকে হারাতে গেলে তো আগে পাঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়ে যেতাম। কিন্তু তৃণমূল তো ত্রিপুরা, গোয়ায় গেছে যেখানে বিজেপির সরকার রয়েছে। কংগ্রেস না চাইলে কীভাবে জোটের কথা এগোবে? গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণে অভিষেক।
নেতাজির ট্যাবলো বিতর্ক এবার হাইকোর্টে, জনস্বার্থ মামলা দায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের। ‘প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন বাদ নেতাজির ট্যাবলো?’রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবিতে মামলা। ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। বাংলার আবেগকে অপমানের অভিযোগে জনস্বার্থ মামলা। ট্যাবলো বিতর্কে আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির সম্ভাবনা।