7 Tay Bangla(Seg-2): পাটের ‘কালোবাজারি’ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের | Bangla News
পাটের ‘কালোবাজারি’ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের। ‘বাজারে পাট জোগান যথেষ্ট, তাও দাম বাড়ছে কেন?’ ‘দাম বাড়া মানেই কোথাও কোনও গণ্ডগোল আছে’। ‘কোথায় গণ্ডগোল, ঠিক করতে হবে, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?’ পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের । ‘পাটের দাম কী হবে? পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করতে হবে’। ‘পরিস্থিতি বিচার করে পাটের দাম ঠিক করতে হবে’। পাটের দাম পুনর্বিবেচনা করতে জুট কমিশনকে নির্দেশ। ‘জুট কমিশনারকে সামনে থেকে নেতৃত্বে দিতে হবে’। পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের ।
অর্জুন সিংহ-কে নিয়ে জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে পাশাপাশি হাঁটলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। এদিন ভাটপাড়ায় দেখা গেল এই ছবি। নতুন শিব মন্দিরের কলসযাত্রা উপলক্ষে গঙ্গার ঘাটে একসঙ্গে পুজো করেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এরপর কলসযাত্রায় পাশাপাশি হাঁটতে দেখা যায় অর্জুন সিং ও সোমনাথ শ্যামকে। এর পিছনে রাজনীতি নেই, দাবি বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়কের।