৭টায় বাংলা (Seg 1): রাজ্যে আজও দৈনিক মৃত্যু ৩০-র ওপরে, বাংলায় একদিনে মৃত ৩৪ | Bangla News
রাজ্য পুলিশের (West Bengal Police) কনস্টেবল পদে নিয়োগের প্যানেল বাতিল। বাতিল করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সংরক্ষণ নীতি প্রয়োগ না করে প্যানেল প্রকাশের অভিযোগ। অস্বচ্ছতার অভিযোগ ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত চূড়ান্ত প্যানেলে। ২০২০ সালের অক্টোবরে চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয়।
রাজ্যে দৈনিক মৃত্যু ফের তিরিশ পার। একদিনে মৃত ৩৪ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৮০৫ জন। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে মৃত ৯ জন। কলকাতায় (Kolkata) একদিনে মৃত ৮ জন, আক্রান্ত ৪৮১ জন।
হলদিয়ায় (Haldia) ফের শ্রমিক বিক্ষোভ। বেসরকারি পাইপ তৈরির কারখানায় শ্রমিক বিক্ষোভ। ‘৩১ জানুয়ারির পর চুক্তিভিত্তিক শ্রমিকদের ছাঁটাই করা হবে। এমনটাই জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ', দাবি শ্রমিকদের একাংশের। ‘ঠিকাশ্রমিকরাই অন্যান্য কর্মীদের কারখানায় ঢুকতে বাধা দিচ্ছেন। সেকারণেই কাজ বন্ধ রয়েছে’, দাবি কারখানা কর্তৃপক্ষে।