৭টায় বাংলা (Seg 1): 'পুলিশকে পুলিশের কাজ করতে দিন', আনিস-মৃত্যুর ঘটনায় আবেদন মুখ্যমন্ত্রীর | Bangla News
আমতার ঘটনায় পুলিশের দুজন গ্রেফতার হয়েছে। কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আজ নবান্নে শিল্প বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে,'কারোর নির্দেশে আনিসের বাড়িতে গিয়েছিল কাশীনাথ বেরা। ওকে কারা পাঠাল ওখানে? সিবিআই (CBI) তদন্ত আমরাও চাইছি। চাঞ্চল্যকর দাবি আনিস-খুনে ধৃত হোমগার্ডের স্ত্রী-র।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পরিষ্কার করে বলে দিয়েছেন সিট (SIT) সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তে করবে। কাউকে রেয়াত করা হবে না। আস্থা রাখুন, ভরসা রাখুন। ন্যায়বিচার হচ্ছে এবং হবে।"
অন্যদিকে, আর্থিক প্রতারণা মামলায় দাউদ যোগের অভিযোগ। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি (ED)। ভয় নয়, লড়ব, প্রতিক্রিয়া এনসিপি নেতার। মমতার ফোন শরদ পাওয়ারকে। ‘অতি সক্রিয় ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এই ইস্যুতে আমরা আপনার পাশে আছি’, ফোনে শরদ পওয়ারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। নবাব মালিককে মন্ত্রিসভা থেকে না সরাতে পওয়ারকে অনুরোধ মমতার।