৭টায় বাংলা (Seg 1): উত্তরপ্রদেশে নির্বাচনের আগে এবার ‘আব কি বার, অখিলেশ ৩০০ পার’ সুর মমতার গলায় | Bangla News
বিজেপি (BJP) প্রার্থীকে ভোট দিতে বারণ খোদ বিজেপি নেত্রীর! খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। ‘বিজেপিকে ভোট দিলে ফল ভাল হবে না। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব’, হুঁশিয়ারি বিজেপি নেত্রী বেবি কোলের। দলের পতাকা-ফ্লেক্স ছিড়ে ফেলে দিলেন বিজেপি নেত্রী।
তৃণমূলের ফেসবুক পেজের তালিকায় থাকা প্রার্থীকে দেখা গেল বিজেপির তালিকায়। আর এই নিয়ে মেদিনীপুর পুরসভায় শোরগোল পড়েছে। দুই তালিকায় নাম থাকা সুশান্ত ঘোষ জানিয়েছেন, তিনি বিজেপির হয়ে লড়বেন। বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল।
‘আব কি বার, অখিলেশ ৩০০ পার’- লখনউয়ের ভার্চুয়াল সভা থেকে নতুন স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
বিধানসভা ভোটে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসক করেছিল তৃণমূল সরকার। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কাছে এবারের পুরভোট যথার্থ অর্থেই যেন প্রেস্টিজ ফাইট। নিজেকে জিতে দেখাতে তো হবেই। সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধে।