৭টায় বাংলা (Seg 1): ২৪ মাস পর বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল | Bangla News
বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক (Primary School), উচ্চ প্রাথমিক স্কুল। ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের।
নবান্নের (Nabanna) নির্দেশের পরই স্কুল শিক্ষা দফতর একটি বৈঠকে বসেছে। নবান্নের এই সিদ্ধান্তের পর এসওপি তৈরিতে এই বৈঠক। দুই বছর পর শুরু হচ্ছে ক্লাস। কী পদ্ধতিতে ক্লাস হবে, তা নিয়ে এসওপি তৈরি করা হবে। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। সেই প্রক্রিয়া শেষ করে ফের স্কুলে ফিরবে পড়ুয়ারা।
এপ্রসঙ্গে শিক্ষাবিদ সুকান্ত চৌধুরী বলেন, "এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমাদের এতদিন যে চিন্তাভাবনা যা ছিল, তা উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের লেখাপড়ার বুনিয়াদটাই গড়ে উঠছিল না। এই সিদ্ধান্তের খুব প্রয়োজন ছিল।"
তৃণমূলের (TMC) প্রতীক না পেয়ে ‘নির্দল’, ডেডলাইন দিলেন পার্থ (Partha Chatterjee)। ‘৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূল প্রার্থীর সমর্থনে দিতে হবে বিবৃতি’, ৪৮ ঘণ্টার মধ্যে বিবৃতি না দিলে বরখাস্তের হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের।