৭টায় বাংলা (Seg 1): এবার উপাচার্য নিয়োগ নিয়ে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত | Bangla News
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বেনজির সংঘাত। রাজ্যপালের মনোনীত উপাচার্যকে বদলে দিল সরকার। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সংঘাত। রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ করে নতুন উপাচার্য নিয়োগ। বিশ্ববিদ্যালয়ের ডিন তপন মণ্ডলকে উপাচার্য মনোনীত করেন রাজ্যপাল। তা খারিজ করে সোমা বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য হিসেবে দায়িত্ব দিল সরকার। ‘রাজ্যপাল মনোনীত উপাচার্য পদে থাকতে চান না তপন মণ্ডল’, সোমা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে দাবি রাজ্য সরকার সূত্রে। ‘মনোনীত আচার্যকে এখনও বলব সহযোগিতা করুন। তৃতীয়বার নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করুন। যুদ্ধংদেহী মনোভাব শিক্ষা দফতরের উপর চাপাবেন না’, আচার্যকে আক্রমণ করে ট্যুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
এদিকে, জঙ্গলমহল উৎসব (Jangalmahal Utsav) কি পিছিয়ে দেওয়া সম্ভব? ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে জেলাশাসককে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে নির্দেশ। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা জঙ্গলমহল মেলা। তিনদিন ধরে চলার কথা জঙ্গলমহল মেলা। জঙ্গলমহল মেলা স্থগিতের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা।
জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে? আপ বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইঞ্জিনের যেসমস্যা ছিল প্রাথমিক তদন্তে তা স্পষ্ট হয়েছে। এই ইঞ্জিন ছিল ওয়াপ ফোর ক্যাটিগরির। এতে চারটি করে ট্র্যাকশন মোটর থাকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনের একটি ট্র্যাকশন মোটর ভেঙে পড়েছিল। তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাকশন মোটরের ভূমিকা হল এটি ইঞ্জিনের চাকাকে রেল লাইনে ধরে রাখতে ও চাকাকে ঘোরাতে সাহায্য করে।