৭টায় বাংলা (Seg 2): রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাজ্য-রাজ্যপালের সংঘাতের আবহ | Bangla News
একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত। গতকাল বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যপাল। তার রেশ গড়াল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। রাজ্যপালের মুখোমুখি হয়ে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে (Jagdeep Dhankhar) প্রতি নমস্কার জানালেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে দেখা গেল না আন্তরিকতা। রাজ্যপাল তাঁর কাছে না আসা পর্যন্ত চেয়ার ছেড়ে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিদায় পর্বেও দেখা গেল একই ছবি।
রেড রোডের প্যারেডেও এবার আমন্ত্রণ-বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতাকে। আমন্ত্রিতদের তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর। এই প্রথমবার আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। এপ্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "স্বাধীনতার পর এমন ঘটনা এই প্রথম হল। আমার মনে হয়েছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন। সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি। ক্যানসারেরও কেমো বেরিয়েছে কিন্তু হিংসার কোনও ওষুধ নেই।"
বিজেপিতে (BJP) ‘বিদ্রোহে’র আঁচ জেলাতেও। হাওড়া (Howrah) জেলা বিজেপি গ্রামীণের নতুন কমিটি ঘিরে বিতর্ক। প্রাক্তন সহ সভাপতির ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। ‘অতীত ভুলে গেলে পতন নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা', ফেসবুক পোস্ট প্রাক্তন সহ সভাপতি রমেশ সাধুখাঁর। ‘নতুন-পুরনোদের সমন্বয়েই কমিটি গঠিত হয়েছে’, দাবি নব নির্বাচিত জেলা সভাপতি অরুণোদয় পালচৌধুরীর। দলের নির্দেশেই কাজ করবেন, বিতর্কের মুখে দাবি রমেশের।
প্রজাতন্ত্র দিবসে পুলিশের নাকা চেকিং (Naka Checking)। নিরাপত্তার কারণে এসএসকেএম (SSKM) হাসপাতালের সামনে গাড়ির নথি পরীক্ষা পুলিশের।
সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে (Sanskrit College and University) হেরিটেজ বলে ঘোষণা করতে চলেছে হেরিটেজ কমিশন। পয়লা ফেব্রুয়ারি বসানো হবে ফলক। নতুন সম্মান পেয়ে আপ্লুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।