৭টায় বাংলা (Seg 2): কালনা থেকে কামারহাটি, রাজ্যের ১০৮টি পুরসভায় দিকে দিকে বহিরাগতদের দাপাদাপি | Bangla News
কালনা থেকে কামারহাটি, ইংরেজবাজার থেকে শ্রীরামপুর, রাজ্যের ১০৮টি পুরসভায় দিকে দিকে বহিরাগতদের দাপাদাপি। বাইক বাহিনীর তাণ্ডব। অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বহিরাগত ঢোকানোর অভিযোগ খারিজ করেছে রাজ্যের শাসকদল।
ভোটে সন্ত্রাসের অভিযোগে কাল বিজেপির ডাকে বাংলা বনধ। সকাল ৬টা থেকে কাল ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বিজেপির। তৃণমূলের সন্ত্রাস, আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে বন্ধের ডাক। এপ্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, "প্রশাসন রাস্তায় থাকবে। অসভ্যতা করলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা হবে। এই বনধের সংস্কৃতি বাংলার নয়, কাল মানুষ তা দেখিয়ে দেবেন।"
পুরভোট নিয়ে বিরোধীদের যে আক্রমণ, সেই আক্রমণ নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় সুরক্ষা পাওয়া বিজেপি নেতারা এমনকি কংগ্রেসও বিভিন্ন জায়গায় গিয়ে প্ররোচনা দিয়েছে। ইভিএম মেশিন ভাঙল কারা? কারা বসিরহাটে ঘুরছে? কীভাবে নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করা যায়, তার ব্যবস্থা করেছেন।"
পাশাপাশি, পুরভোটে অশান্তির ছবির মধ্যেই উল্টো চিত্র বর্ধমানের কাটোয়ায় (Katwa)। কাটোয়া ১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মাসুদা খাতুন ও সিপিএম প্রার্থী মঞ্জিরা খাতুনকে দেখা গেল আড্ডার মেজাজে। চায়ের সঙ্গে চলল গল্প।