7tae Bangla: অর্জুনের পথ ধরে বিজেপিতে কি আরও ভাঙন? তাৎপর্যপূর্ণ মন্তব্য অর্জুনের ।Bangla News
অর্জুনের পথ ধরে বিজেপিতে কি আরও ভাঙন? ‘সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংহের। অর্জুনের পরে বিজেপি ছেড়ে আরও কেউ কি আসবে তৃণমূলে? ‘ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি’। বিজেপিতে আরও ভাঙনের ইঙ্গিত দিয়ে মন্তব্য অর্জুন সিংহের।
নন্দীগ্রামে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ। মণ্ডল সভাপতির পরিবর্তন চেয়ে জেলা ও রাজ্য নেতৃত্বকে চিঠি বিজেপি (BJP) নেতা-কর্মীদের একাংশের। দাবি না মানলে গণ ইস্তফার হুমকি প্রাক্তন মণ্ডল সভাপতির। ক্ষোভ সামলাতে তড়িঘড়ি বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক বিজেপি জেলা নেতৃত্বের। যা সমস্যা ছিল তা মিটে গেছে বলে জেলা সভাপতি দাবি করলেও, মানতে নারাজ বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের আজ বিকেলে বৈঠকে বসছেন বিক্ষুব্ধরা। বিষয়টিকে আদি ও নব্যের লড়াই বলে বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল (TMC)।
সিবিআই-এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এসএসসি দুর্নীতি মামলায় এফআইআরে নাম থাকা প্রতিমন্ত্রী কোচবিহার ফিরতেই তাঁকে তৃণমূলের সংবর্ধনা। পাল্টা গ্রেফতারের দাবিতে কোচবিহারে পথে নামল ফরওয়ার্ড ব্লক।