7tae Bangla (Seg 1): ২ কোটি টাকা চেয়ে তোলাবাজির অভিযোগ ফলতায়, এফআইআরে বিডিও-আইসি ।Bangla News
২ কোটি টাকা চেয়ে তোলাবাজির অভিযোগ, এফআইআরে বিডিও-আইসি! যে টাকা চাওয়া হচ্ছে, তা দিয়ে মিটমাট করে নিন। বিডিও-আইসির বিরুদ্ধে ফলতার নার্সিংহোমে গিয়ে হুমকির অভিযোগ। পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বিডিও-ফলতা থানার আইসির বিরুদ্ধে অভিযুক্তদের নিয়েই আসার অভিযোগ। ফলতার পঞ্চায়েত সমিতির সভাপতির নির্দেশেই তোলাবাজি। পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা জাহাঙ্গির খান’। নার্সিংহোম চালু করার পর থেকেই লাগাতার টাকা চেয়ে হুমকি’। নার্সিং কলেজে ভর্তির ৩ ভাগের ১ ভাগের টাকা দেওয়ার দাবি। আতঙ্কে নার্সিংহোমেই ‘বন্দি’ কর্ণধার, হাইকোর্টের দ্বারস্থ। হাইকোর্টের নির্দেশের পরেই ফলতা থানায় মামলা দায়ের।
বেআইনি নির্মাণ করে বেআইনি কাজ, বাঁচতে মিথ্যে কথা। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল নেতা জাহাঙ্গির খানের। নির্দেশ এসেছিল, উচ্চপর্যায়ের মিটিং হয়েছিল, তদন্ত করতে বলা হয়েছিল। তদন্ত করতে গিয়েছিলাম, টাকা দেওয়ার হুমকির অভিযোগ মিথ্যে। রাজনীতিবিদ, পদাধিকারী-তাই গাড়িতে তোলা হয়েছিল। গাড়িতে অভিযুক্তদেরই আনার অভিযোগ উড়িয়ে দাবি বিডিও-র। অভিযোগের ভিত্তিতে যথোপযুক্ত ধারায় মামলা রুজু। ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত শুরু।