![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
৭টায় বাংলা (২): 'কেউ যদি আহত হয় তবে তাঁকে নিয়ে আন্দোলন করার মানসিকতা কমিউনিস্টদের বরবারের', বাম যুব নেতার মৃত্যুতে মন্তব্য Sovandeb Chatterjee-র
নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যু। মৌলালিতে ডিওয়াইএফআই-এসএফআই-এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বাম যুব নেতা-কর্মীদের হাতাহাতি। মারধরে ছিঁড়ল পুলিশের উর্দি। বাম ছাত্র যুব সংগঠনের অবশ্য দাবি, পুলিশ তাদের কর্মীদের লক্ষ্য করে কটূক্তি করতেই উত্তেজনা ছড়ায়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক পুলিশকে বাঁচান। এরপরই এজেসি বোস রোড অবরোধ করেন বাম ছাত্র যুব নেতা-কর্মীরা। ডিওয়াইএফআই (DYFI) কর্মীর মৃত্যু নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "বিষয়টি আমাদের কাছে দুর্ভাগ্যের। কোথাও কোথাও হয়তো পুলিশ অতিরিক্ত লাঠিচার্জ করেছে। কেউ যদি আহত হয় তবে তাঁকে নিয়ে আন্দোলন করার মানসিকতা কমিউনিস্টদের বরবারই ছিল। পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যু প্রতিবাদ। কলকাতা থেকে জেলা বামেদের প্রতিবাদ কর্মসূচি। ইসলামপুরে পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারাসতে বামেদের বিক্ষোভ। নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যু। এই প্রসঙ্গে নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ মিত্র বলেন, "নবান্ন থেকে কত দূরেই বা ওই ছাত্র-ছাত্রীরা ছিলেন যে ওখানেই তাঁদের মারতে হল? তাঁদের ছেড়ে দিলেই বিষয়টি ঠিক হত। কয়েকজনকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিলেই হত। তাঁদের অভিযোগ জানানোর থাকলে জানাতেন বা বিশেষ বক্তব্য থাকলেও জানাতে পারতেন। এতে ব্যাপারটি মিটে যেত। তা না করে তাঁদেরকে মাঝপথে আটকে, তিনদিকে নিয়ে গিয়ে যে মারধরের ঘটনা ঘটল তা বীভৎস। এটা খুবই দুঃখজনক ঘটনা।" উত্তর দিনাজপুরের ডালখোলায় সিপিএমের (CPM) এক শাখা সম্পাদকের রক্তাত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হল পরিস্থিতি। গতকাল রাত থেকে ওই নেতার খোঁজ মিলছিল না। আজ সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ। তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে সিপিএম। আর সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)