এক্সপ্লোর
Advertisement
৭টায় বাংলা (২): নিউ নর্মালে লোকাল ট্রেন চালুর আগে একাধিক ব্যবস্থা, লোকাল ট্রেনে মান্থলি রিনিউয়ের প্রথম দিনেই বিপত্তি, সঙ্গে অন্য খবর
৭টায় বাংলা (২): ট্রেন-স্টেশন স্যানিটাইজেশন থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিউ নর্মালে লোকাল ট্রেন চালুর আগে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে রেলের তরফে। ভিড় নিয়ন্ত্রণের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে। লোকাল ট্রেনে মানথলি রিনিউয়ের প্রথম দিনেই আজ বিপত্তি। সাত সকালে লিঙ্ক ফেলিওর। সমস্যায় যাত্রীরা। পরে পরিস্থিতি সামলাতে অনেক স্টেশনে হাতে লিখে রিনিউ করা হল আগের টিকিট। লোকালের পর এবার কি চালু হতে পারে দার্জিলিঙের টয় ট্রেন? পরিদর্শনে শিলিগুড়ি থেকে রংটং পাড়ি দিল টয় ট্রেন। রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই চালু পরিষেবা। বাজার আগুন। হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি মমতার। অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় বাদ পড়েছে আলু-পিঁয়াজ। সুযোগ নিয়ে বাড়ছে মজুতদারি। দুর্ভোগে সাধারণ মানুষ। কেন্দ্রের কৃষি আইন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে তৈরির করার অভিযোগ তুলেছেন চিঠিতে। এই রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। অন্যদিকে সৌগত রায় বলেন, '২৫টাকায় আলু দাম নির্ধারণের চেষ্টা করছে রাজ্য সরকার। করোনার ভ্যাক্সিনে সাফল্যের দাবি ফাইজার বায়োএনটেকের। করোনা মোকাবিলায় ৯০ শতাংশ কার্যকরের দাবি। বলা হয়েছে, 'আরটিপিসিআরের তুলনায় আরও কম সময়ে করোনা টেস্ট করা যাবে।' আরও কম সময়ে করোনা টেস্ট কিট আনার দাবি টাটার। নতুন কিটে আরও নির্ভুলভাবে করোনা পরীক্ষার দাবি করা হয়েছে।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement