৭টায় বাংলা (১): 'ভাইপো' থেকে 'ভ্যাকসিন', ক্ষোভপ্রকাশ থেকে বোমাবাজি-পার্টি অফিস ভাঙচুর, একসঙ্গে রইল বাংলাজুড়ে সারাদিনের TMC-BJP দ্বৈরথ
রামনগরে মিথ্যে ভাষণ দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তৃণমূলের এক সাংসদ তথা যুবনেতাকে নিশানা করে মিথ্যাচার করেছেন। যদি সাহস থাকে ‘ভাইপো’ না বলে নাম উচ্চারণ করুন। কৈলাস বিজয়বর্গীয়কে এভাবেই আক্রমণ করল তৃণমূল। সবাই জানে ভাইপো কে, ঠিকসময়ে নাম নেওয়া হবে পাল্টা দিলীপ ঘোষের।
মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ তিনি গেলেন বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে। যা নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, কাদা ছুঁড়তে ব্যস্ত সাংসদ-বিধায়করা, তাই জেলায় ছুটছেন মুখ্যমন্ত্রীকে। পাল্টা আক্রমণে তৃণমূল।
অনুব্রতর মতো ভাইরাসের জন্য জন্য শীঘ্রই ভ্যাকসিন আসছে। দিলীপ ঘোষকে ভাইরাস বলায় অনুব্রত মণ্ডলকে কটাক্ষ সায়ন্তন বসুর।
এদিকে,কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে দলে আহ্বান বিজেপির। স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক বলে প্রশংসা। দিবাস্বপ্ন কটাক্ষ তৃণমূলের। মেলেনি মিহির গোস্বামীর প্রতিক্রিয়া।
কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কর্মীকে গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আব্দুল জলিল মিঞা। দলীয় সভা থেকে গ্রামে ফেরার পর এই তৃণমূল কর্মীকে হামলা করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলা ও বোমাবাজির অভিযোগ।
মোট ১৭১ টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে, মেনে চলা হচ্ছে করোনা বিধি।






























