এক্সপ্লোর
৭টায় বাংলা (১): সাড়ে সাত মাস পর বুধবার থেকে রাজ্যে লোকাল, দেখুন টাইম টেবিল
সাড়ে সাত মাস পর বুধবার থেকে রাজ্যে লোকাল। রাত ২টো বেজে ৪০ মিনিটে হাওড়া-মেদিনীপুর প্রথম লোকাল। রাত ৩টের সময় খড়গপুর থেকে ছাড়বে হাওড়ার জন্য প্রথম লোকাল। সন্ধ্যা ৭টা বেজে ১৫ মিনিটে মেদিনীপুর থেকে হাওড়ার শেষ লোকাল, রাত ৮টা ১৮ মিনিটে পাশকুড়া থেকে হাওড়া শেষ লোকাল। হাওড়া পুলিশ কমিশনারেটের দফতর ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। জেলা পরিষদ না, জেলা তৃণমূল, কে করবে স্মরণসভার আয়োজন। তা নিয়েও এবার মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যে সভার মুখ্য বক্তা হিসেবে থাকার কথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দ্বন্দের নেপথ্যে কী? এ নিয়ে জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে।






























