৭টায় বাংলা (২): সেফ হোম তৈরি হলেও বীরভূমে দেখা নেই করোনা রোগীর
সেফ হোম তৈরি হলেও দেখা নেই করোনা রোগীর। বীরভূমের মুরারইতে অন্য ছবি। মাসখানেক আগে তৈরি হয়েছে ১০০ বেডের সেফ হোম। ৮ জন রোগী ভর্তি রয়েছেন। অনেকেই হোম আইসোলেশনে রয়েছেন। প্রশাসনের তরফে তাদের সেফ হোমে আনার চেষ্টা শুরু হয়েছে।
করোনা রোগীর জন্য যখন অ্যাম্বুলেন্স পেতে হিমশিম অবস্থা তখন পাঁশকুড়ায় আকাশের নীচে পড়ে নষ্ট হচ্ছে ট্রমা অ্যাম্বুলেন্স। অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভার সদিচ্ছার অভাবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ব্যবহার হচ্ছে না। পুরসভার দাবি দ্রুত এই অ্যাম্বুলেন্স রাস্তায় নামানো হবে।
করোনা আবহে এবার সোনারপুরে দুয়ারে অক্সিজেন প্রকল্প। গতকাল এর উদ্বোধন করেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। প্রয়োজনের কথা জানালে বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। এর জন্য ১০টা অক্সিজেন সিলিন্ডার, ভেপার মেশিন, অক্সিমিটার-সহ বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম। প্রয়োজন হলে করোনা রোগীকে হাসপাতালে ভর্তিরও ব্যবস্থা করা হবে, জানিয়েছেন বিধায়ক লাভলি মৈত্র। এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।