7tay Bangla (Seg 2): আরও একবার উর্ধমূখী করোনা গ্রাফ, দিল্লির সঙ্গে আশঙ্কা কলকাতা নিয়েও। Bangla News
দেশে একধাক্কায় করোনার সংক্রমণ বাড়ল প্রায় নব্বই শতাংশ। দেশে একদিনে Corona-য় মৃত্যু ৪ থেকে বেড়ে হল ২১৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত ২ হাজার ১৮৩ জন। রাজধানী দিল্লিতে হুহু করে বাড়ছে সংক্রমণ। বেশ কয়েকটি এলাকায় বাধ্যতামূলক মাস্ক পড়া। দিল্লিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কা বাড়ছে কলকাতা (Kolkata) নিয়েও।
চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। ফের কাঠগড়ায় এম আর বাঙুর হাসপাতাল। প্রতিবাদে আজ হাসসপাতালে এসে ক্ষোভ উগরে দেন মৃতের পরিবার।
বগটুইকাণ্ডের মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে আর ফিরতে দেবেন না। ফিরতে দিলে সব কুকীর্তি ফাঁস করে দেবে। বিস্ফোরক দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের(Swapan Majumder)। এই প্রেক্ষিতে গতকাল রাতে বনগাঁর তৃণমূল সভাপতি গোপাল শেঠ, স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।