৭টায় বাংলা (১): প্রচারে গিয়ে ভোটারদের 'হুমকি', কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
প্রচারে গিয়ে ভোটারদের 'হুমকি'। কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হুমকির অভিযোগ অস্বীকার করেছেন কৌশানী। বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও ট্যুইটে প্রকাশ করা হয়েছে। সেখানে কৌশানীকে বলতে শোনা যাচ্ছে, "সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি।"
২ মে কী হবে তার আভাস মিলেছে, দিদি এবার পরাজয় স্বীকার করে নিন। সোনারপুরের সভা থেকে মমতাকে আক্রমণে নরেন্দ্র মোদি। অন্যদিকে নন্দীগ্রামের বুথে বহিরাগত দিয়ে বিজেপির বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগে আজ ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্যানিংপূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার নামে চাষের জমি কয়েক একর। সোনা-দানাও রয়েছে প্রচুর। স্ত্রীর নামেও রয়েছে অগাধ সম্পত্তি। তৃণমূল প্রার্থীর মোট সম্পদের পরিমাণ ৩ কোটিরও বেশি।






























