Bengal Corona Update: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৯১, মৃত ১২
রাজ্যে গ্রেফতার আরও এক সন্দেহভাজন জঙ্গি। গতকাল বারাসাত (Barasat) থেকে লালু শের ওরফে রাহুলকে গ্রেফতার করেছে এসটিএফ (STF)। সূত্রের খবর, হরিদেবপুরে গ্রেফতার হওয়া সন্দেহভাজন জঙ্গির ঘনিষ্ঠ সহযোগী রাহুল। ধৃতদের জেরা করছে এনআইএ (NIA) এবং সেন্ট্রাল আইবি-র গোয়েন্দারা।
এবার জালে ভুয়ো সেনা জওয়ান। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেফতার ভুয়ো জওয়ান। ধৃত যুবকের নাম রাজেশ প্রসাদ।
হাওড়ার ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer) শুভদীপকে নিয়ে নিউটাউনে তল্লাশি। নিউটাউনে ফ্ল্যাটে যৌথ তল্লাশি জগাছা থানা এবং নিউটাউন থানার পুলিশের। ফ্ল্যাট থেকে উদ্ধার স্ট্যাম্প পেপার-সহ বেশ কিছু নথি।
রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণ ৯০০-র দোরগোড়ায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। সংক্রমণে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে দার্জিলিং।
দক্ষিণ ২৪ পরগনায় ফ্রেজারগঞ্জ এবং নামখানায় (Namkhana) নিখোঁজ ৯ জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হল বিধ্বস্ত ট্রলার থেকে। এখনও নিখোঁজ এক মৎস্যজীবী। তাঁর খোঁজে চলছে তল্লাশি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছে প্রশাসন।